ETV Bharat / bharat

Narendra Modi : ভাইফোঁটায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Nov 6, 2021, 9:36 AM IST

আজ ভাইফোঁটা ৷ দিদি-বোনেরা ভাইদের ফোঁটা দিয়ে তাঁদের সুস্থতা কামনা করেন, তাঁদের মঙ্গল কামনা করেন ৷ একে অপরের প্রতি ভালবাসার সম্পর্কের প্রতীক এই রীতি ৷

ভাইফোঁটায় শুভেচ্ছা জানালেন মোদি
ভাইফোঁটায় শুভেচ্ছা জানালেন মোদি

নয়াদিল্লি, 6 নভেম্বর : আজ বঙ্গে তো বটেই, দেশজুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা (Bhai Phonta) ৷ এই উপলক্ষ্যে সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

টুইটে তিনি লেখেন, "ভাই দুজ উৎসবে প্রত্যেককে শুভেচ্ছা জানাই ৷" ভাই-বোনের সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতীক এই উৎসব ৷ বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল, দীর্ঘায়ু কামনা করেন ৷ ভাই ও বোন একে অপরকে উপহার সামগ্রী দিয়ে ভালবাসা জানান ৷

  • सभी देशवासियों को भाई दूज की ढेरों शुभकामनाएं।

    Best wishes to everyone on the auspicious occasion of Bhai Dooj.

    — Narendra Modi (@narendramodi) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Bhai Phonta Special Treat : আজকের বিশেষ দিনে ভাইদের খাওয়ান খাস্তা বালুশাহি, দেখে নিন রেসিপি

হিন্দু পুরাণে কথিত আছে, মৃত্যুর দেবতা যম ৷ তাঁর বোন যমুনা কার্তিক দ্বিতীয়ায় যমকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেছিলেন ৷ তারপর থেকে এই রীতি চলে আসছে হিন্দুদের মধ্যে ৷

দেশজুড়ে বিভিন্ন নামে পরিচিত এই ভাইফোঁটা ৷ কোথাও ভাই বীজ আবার কোথাও ভ্রাতৃদ্বিতীয়া নামে পালিত হয় এই উৎসব ৷ দিনটি 'যম দ্বিতীয়া' (Yama Dwitiya) নামেও পরিচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.