পশ্চিমবঙ্গ

west bengal

Top News: সকাল 9টা

By

Published : Oct 10, 2022, 9:08 AM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News 9 AM) ।

Top News
সকাল 9টা

1.Anantnag Encounter: নিরাপত্তা বাহিনীর গুলিতে অনন্তনাগে থতম 2 জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়ে তাংপাওয়া নামে একটি এলাকা ঘিরে ফলে বাহিনী । শুরু হয় গুলির লড়াই । তাতেই প্রাণ যায় 2 জঙ্গির (Joint Forces killed militant in South Kashmir) ।

2. BCCI President Election: দিল্লিতে জরুরি বৈঠকের পরেই মনোনয়ন জমা দিতে পারেন সৌরভ

কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর (Sourav Ganguly can meet a central minister in Delhi)। তারপর মুম্বইতে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিতে পারেন বলে খবর। বুধবার বোর্ড নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ সবকিছু পরিকল্পনা মাফিক চললে সৌরভের মঙ্গলে উষা আর বুধে পা।

3. West Bengal Weather Update: বর্ষা বিদায় দূরেই, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা

এখনই রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বর্ষা (West Bengal Weather Update) ৷ আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ নদীগুলিতেও জলস্তর বাড়তে পারে ৷

4. Brown Sugar Recovered: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6

বাড়িভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল মাদক ব্যবসা (police recover huge amount of drugs in siliguri) ৷ অবশেষে পুলিশি অভিযানে মুল পান্ডা-সহ গ্রেফতার 6 ৷ বাজেয়াপ্ত হয় প্রায় দেড় কেজি ব্রাউন সুগার ৷ আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

5. Laxmi Bhandar of Madan Mitra: নিজের এলাকায় নয়া লক্ষ্মী ভান্ডারের সূচনা করলেন মদন !

লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে চর্চায় নতুন মাত্রা যোগ করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra Launches Laxmi Bhandar in Kamarhati) । জানালেন তাঁর কামারহাটি বিধানসভা এলাকায় আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হবে ।

6. Suvendu Slams Mamata: 'নন্দীগ্রাম না হলে মমতা দিদি থেকে দিদিমা হতেন', কটাক্ষ শুভেন্দুর

শান্তিকুঞ্জে শিশির অধিকারী ও গায়ত্রী অধিকারীর সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাৎ করতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন সন্ধ্যায় শান্তিকুঞ্জে সুকান্ত মজুমদার আসার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বেরিয়ে সুকান্ত মজুমদারকে জড়িয়ে ধরেন ৷ পাশাপাশি শুভেন্দু জানান, এ শুধুই সৌজন্য সাক্ষাৎ ৷ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর নানা বিষয়ে তোপ দাগেন ৷

7. Mamata-Mukul Meeting: কালীঘাটে মমতা-মুকুল বৈঠক, চেনা ছন্দে ফিরছেন তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার ?
যদিও মুকুল রায় (Mukul Roy) বা কালীঘাট, কোনও পক্ষ থেকেই এই বিষয়ে প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে তৃণমূল কংগ্রেসের অন্দরের তথ্য বলছে, দিদি চান পুরনো মেজাজেই আবার দলের মধ্যে বিচরণ করুক মুকুল ।

8. TMC Slams Sisir: কোজাগরী পূর্ণিমায় শান্তিকুঞ্জে সুকান্ত, শিশিরকে কটাক্ষ শাসকদলের

কোজাগরী পূর্ণিমায় অধিকারী পরিবারের ঠিকানা 'শান্তিকুঞ্জ'-এ (Shantikunja) ধুমধাম করে লক্ষ্মীপুজোর রীতি দীর্ঘদিনের। সেইমত এদিনও আয়োজন হয়েছিল। আর সেই পুজোয় উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar reaches Shantikunja on Laxmi puja)।

9. Kaziranga Tragedy: চলমান ট্রাকের ধাক্কায় লুটিয়ে পড়ল একশৃঙ্গ গণ্ডার, কাজিরাঙার মর্মান্তিক ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে
কাজিরাঙায় ট্রাক দুর্ঘটনায় গুরুতর জখম একটি একশৃঙ্গ গণ্ডার (Speeding Truck Hits Rhinoceros at Kaziranga National Park) ৷ শনিবার সকাল সাড়ে 10টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হলদিবাড়ি অ্যানিম্যাল করিডোরে (Haldibari animal corridore) ৷

10. Cong Prez Poll: কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রচারে বঙ্গে আসছেন খাড়গে-থারুর

কংগ্রেস সভাপতি নির্বাচনের (Congress President Election) প্রচারে বঙ্গে আসছেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুর (Shashi Tharoor)৷

ABOUT THE AUTHOR

...view details