হাতে রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসনে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী ; প্রকাশ্যে এল ছবি - PM Narendra Modi Meditates
Published : May 31, 2024, 12:43 PM IST
|Updated : May 31, 2024, 1:52 PM IST
দীর্ঘ 15 ঘণ্টা পার ৷ প্রকাশ্য়ে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্য়ানে রয়েছেন মোদি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের 'ধ্যানমণ্ডপম'-এ জপে বসেন তিনি ৷ মোদির এই মূহূর্তের ছবি দেখে নিন একঝলকে ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)
Last Updated : May 31, 2024, 1:52 PM IST