পশ্চিমবঙ্গ

west bengal

Legal Notice to NYT over Pegasus Report : পেগাসাস রিপোর্টের জন্য নিউ ইয়র্ক টাইমসকে আইনি নোটিস

By

Published : Feb 3, 2022, 10:04 AM IST

পেগাসাস রিপোর্টের জন্য নিউ ইয়র্ক টাইমসকে আইনি নোটিস পাঠালেন চেন্নাইয়ের আইনজীবী এম শ্রীনিবাসন (Legal Notice to NYT over Pegasus Report) ৷

Pegasus latest news
পেগাসাস রিপোর্টের জন্য নিউ ইয়র্ক টাইমসকে আইনি নোটিস আইনজীবীর

চেন্নাই, 3 ফেব্রুয়ারি:পেগাসাস নিয়ে তদন্তকারী প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে পাঠানো হল আইনি নোটিস (Chennai advocate sends legal notice to New York Times over Pegasus report) ৷ চলতি বছর 28 জানুয়ারি পেগাসাস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য তাদের আইনি নোটিস পাঠিয়েছেন চেন্নাইয়ের আইনজীবী এম শ্রীনিবাসন (Legal Notice to NYT over Pegasus Report) ৷

2017 সালে 200 কোটি মার্কিন ডলারের বিনিময়ে ইজরায়েলের থেকে স্পাইওয়্যার পেগাসাস (New York Times report on Pegasus) কিনেছিল ভারত ৷ নিজেদের প্রতিবেদনে এমনটাই দাবি করে নিউ ইয়র্ক টাইমস, যা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশজুড়ে ৷ এই নিয়ে বিরোধীদের চোখা চোখা মন্তব্যের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ সেই প্রতিবেদনের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়ে মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী বলেছেন, 31 জানুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, ক্ষমা চেয়ে সেই নোটিসের জবাব দিতে হবে মার্কিন সংবাদপত্রকে ৷ নইলে তাঁদের 100 কোটি টাকা ক্ষতিপূরণের মুখে পড়তে হবে ৷

আরও পড়ুন:Budget Session 2022 : পেগাসাসে তপ্ত হবে বাজেট অধিবেশন, প্রকাশ্যে কংগ্রেসের পরিকল্পনা

আইনি নোটিসে ওই আইনজীবী বলেছেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে এবং ইজরায়েলের (India Israel) এনএসও গ্রুপও সেটিকে বৈধতা দেয়নি ৷ প্রতিবেদনটিকে অনিষ্টকারী ও বিদ্বেষপূর্ণ বলেও নোটিসে দাবি করেছেন এম শ্রীনিবাসন ৷ প্রতিবেদনে বলা হয়েছে যে, কূটনৈতিক সুবিধে পেতে ইজরায়েল পেগাসাসকে ব্যবহার করেছিল ৷ এই সফটওয়্যার কেনার সঙ্গে রাষ্ট্রসংঘে ইজরায়েলের পক্ষে ভারতের ভোটদানের বিষয়টি জড়িত ছিল ৷ নোটিসটি প্রতিবেদনের এই অংশটি উল্লেখ করে তাকে সর্বৈব ভুল বলে দাবি করেছেন ওই আইনজীবী ৷

তিনি বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সেই সময় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন ৷ এর থেকে প্রমাণ হয় যে প্রতিবেদনটি ভারতের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে ৷

আরও পড়ুন:Chidambaram attacks Centre Over Pegasus: 2024 ভোটের আগে আরও আধুনিক স্পাইওয়্যার ! পেগাসাস রিপোর্টে কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের

শ্রীনিবাসনের কথায়, "ই-মেইলের মাধ্যমে ইতিমধ্যেই একটি আইনি নোটিস পাঠিয়েছি ৷ এক সপ্তাহের মধ্যে জবাব আশা করছি ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে তারা জবাব না দিলে, দেশের বিরুদ্ধে লেখা এই প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ৷"

ABOUT THE AUTHOR

...view details