ETV Bharat / state

'সুপ্রিম' স্বস্তি রাজ্যের, সন্দেশখালিকাণ্ডে এখনই হাজিরা নয় গোপালিকা-রাজীবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:42 AM IST

Updated : Feb 19, 2024, 12:20 PM IST

West Bengal Govt Moves Supreme Court: লোকসভার এথিক্স কমিটির কাছে হাজিরা দেওয়ায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ এথিক্স কমিটির বিরুদ্ধে আজই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার ৷ আজ হাজিরা দেওয়ার কথা থাকলেও তা দিতে হচ্ছে না মুখ্যসচিব গোপালিকা ও ডিজি রাজীব কুমারকে ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

নয়াদিল্লি ও কলকাতা: লোকসভার এথিক্স কমিটিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ৷ 4 সপ্তাহের মধ্য়ে উত্তর দিতে হবে আদালতে ৷ আজ কমিটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার ৷ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করা হয় ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই লোকসভার এথিক্স কমিটির তলবে স্থগিতাদেশ জারি করেছে ৷ আজ সকাল সাড়ে 10টায় এথিক্স কমিটির কাছে হাজিরা দেওয়ার কথা ছিল ডিজিপি রাজীব কুমার-সহ পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের ৷ আপাতত সেই হাজিরা দিতে হচ্ছে না তাঁদের ৷ এদিন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং অভিষেক মনু সিঙ্ঘভি ৷

গত 14 ফেব্রুয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই ঘটনায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ সেই প্রেক্ষিতেই সোমবার রাজ্যের ডিজিপি রাজীব কুমার-সহ কয়েকজন শীর্ষ কর্তাকে তলব করেছিল এথিক্স কমিটি ৷ সোমবার হাজিরা দেওয়ার আগে আজই এথিক্স কমিটির বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায় ৷

সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান ফেরার হওয়ার পর ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ সেখানে নারী নির্যাতন, যৌন হেনস্তা, বেআইনিভাবে ভেড়ি তৈরির অভিযোগ ওঠে শেখ শাহজাহান, তাঁর ঘনিষ্ঠ উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে ৷ এই পরিস্থিতিতে গত 14 ফেব্রুয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেন ৷ সেই সময় টাকিতে সঙ্গে বিজেপির ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ পুলিশ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও তাঁর সঙ্গীদের পথ আটকায় ৷ তখন সুকান্ত মজুমদার গাড়ির বনেটের উপর উঠে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান ৷

আরও পড়ুন:

  1. সুকান্তর উপর 'হামলা', রাজীব কুমারকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির
  2. 'সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব', দিল্লি যাওয়ার আগে জানালেন সুকান্ত
  3. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
Last Updated :Feb 19, 2024, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.