ETV Bharat / state

এলাকায় নেই বিদ্যুৎ, গরম কী জিনিস বোঝাতে ভোটের বুথে তালা গ্রামবাসীদের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 8:00 PM IST

Lok Sabha Election 2024: এলাকায় বিদ্যুৎ নেই অথচ জেনারেটর চালিয়ে ভোটগ্রহণ হবে বুথে ৷ সরকারি আধিকারিকরাদের গরমের কষ্ট বোঝাতে তাই বুথেই তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা ৷ আজব কাণ্ড জামুড়িয়ার এই আদিবাসী গ্রামে ৷

Lok Sabha Election 2024
বুথে তালা গ্রামবাসীদের (নিজস্ব ছবি)

ভোটের একদিন আগে বুথে তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের (ইটিভি ভারত)

আসানসোল, 12 মে: চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে বিদ্যুতের দাবিতে রবিবার বিক্ষোভ দেখিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়ার তপসী পঞ্চায়েতের অন্তর্গত জানবাজার আদিবাসী গ্রামে ৷ গ্রামবাসীদের দাবি, এলাকায় বিদ্যুৎ নেই দীর্ঘদিন। এই গরমে প্রচণ্ড কষ্টে দিন কাটছে তাঁদের । এদিকে জেনারেটর চালিয়ে ভোটগ্রহণ হবে কেন্দ্রে ৷ এমনটা তাঁরা হতে দেবেন না ৷ তাই গ্রামবাসীরা ভোটগ্রহণ কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এদিন ৷ পরে জামুড়িয়া ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন । গ্রামবাসীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতির বদল হয় ।

জানা গিয়েছে, গত 30 বছর ধরে জানবাজার আদিবাসী এলাকার বাসিন্দারা নানান নাগরিক সমস্যার মধ্যে রয়েছেন । বিশেষ করে বিদ্যুৎ নেই গ্রামে । রাজ্য সরকারের কোনও বিদ্যুতের লাইন পৌঁছয়নি সেখানে । ইসিএলের বিদ্যুৎ সংযোগ ছিল । সেই বিদ্যুতের অবস্থাও তথৈবচ। লো ভোল্টেজ । আলো জ্বলে না, ফ্যান ঘোরে না । এই প্রচণ্ড গরমে বাড়ির ভিতরে থাকতে পারেন না বাসিন্দারা । টর্চ জ্বালিয়ে রান্না করতে হয় ।

গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনিক দরজায় কড়া নেড়ে কোনও সুরাহা হয়নি । তবে ভোট বয়কট করেননি গ্রামবাসীরা । ভোট হোক চাইছেন তাঁরা । কিন্তু জেনারেটর নামাতে দেননি গ্রামে । গ্রামবাসীদের দাবি, অন্ধকারে ও গরমেই ভোট হোক । সরকারি আধিকারিকরা ও ভোটকর্মীরা একদিনের জন্য হলেও এই কষ্টটা উপলব্ধি করুন ।

রবিবার পোলিং অফিসাররা জানবাজারের ওই বুথে বা স্কুলে গেলে পোলিং অফিসারদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে। পুলিশ চেষ্টা করেও প্রথমে ঢোকাতে পারেনি ভোটকর্মীদের । খবর পেয়ে জামুড়িয়া বিডিও অফিসের কর্মীরা যান ওই গ্রামে । দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা । নাম প্রকাশে অনিচ্ছুক জামুড়িয়া বিডিও অফিসের এক আধিকারিক বলেন, "ভোটের পর ওই গ্রামের সমস্যা নিয়ে আলোচনা করা হবে । আপাতত গ্রামবাসীদের বুঝিয়ে সমস্যার সমাধান করা গিয়েছে ।" জামুড়িয়ার বিডিও অরুণালোক ঘোষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন:

  1. রাত পোহালেই চতুর্থ দফা নির্বাচন, বহরমপুরের নির্বাচনী শিবিরে ব্যস্ততার চেনা ছবি
  2. চতুর্থ দফায় ভোটের প্রস্তুতি বীরভূম-বোলপুরে, বুথের পথে ভোটকর্মীরা
  3. দৃষ্টিশক্তিহীন ভোটারদের বিশেষ স্লিপ ছাপা হচ্ছে বাংলায়, জানুন বিশদে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.