ETV Bharat / state

শাহজাহানের গ্রেফতারিতে দেরি কেন ? সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য, বহাল সিবিআই তদন্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 3:30 PM IST

Updated : Mar 11, 2024, 4:23 PM IST

Supreme Court on Sandeshkhali Issue: কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত ৷ রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের পালটা প্রশ্ন কেন অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতারে এত দেরি ?

ETV Bharat
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 11 মার্চ: সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম ধাক্কা রাজ্যের ৷ কেন ইডির উপর হামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে এতদিন ধরে গ্রেফতার করা হয়নি ? রাজ্যের করা আবেদন খারিজ করে সরকারকেই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত বহাল রাখল কলকাতা হাইকোর্টের নির্দেশ ৷ শাহজাহান-কাণ্ডের তদন্তে সিবিআই বহাল ৷

কয়েকদিন আগেই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছেছিল সিবিআই ৷ কিন্তু সেই সময় সুপ্রিম কোর্টে শাহজাহান ইস্যুতে রাজ্য সরকার জরুরি ভিত্তিক শুনানির আবেদন করেছিল ,তাই বিচারাধীন থাকায় সিবিআই হেফাজতে নিতে পারেনি ৷ তখনও রাজ্যের মুখ পুড়েছিল সুপ্রিম কোর্টে ৷ শাহজাহান মামলায় রাজ্যের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত ৷ এবার সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের ৷ শাহজাহান-কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রেখেই রাজ্যকেই সুপ্রিম কোর্টের প্রশ্ন, শাহজাহানকে গ্রেফতার করতে এতটা দেরি হল কেন ৷

বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবীকে জিজ্ঞাসা করেছিল, কেন শাহজাহান শেখকে এত দিন ধরে গ্রেফতার করা হয়নি ? বরিষ্ঠ আইনজীবী জয়দীপ গুপ্তা এবং এ এম সিংভি শীর্ষ আদালতে রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন । বিচারপতি মেহতা প্রশ্ন করেছিলেন দায়ের হওয়া 42টি এফআইআর কি একই অভিযুক্তের বিরুদ্ধে ? এই প্রশ্নে রাজ্যের আইনজীবী জানান, এটা শাহজাহান ও অন্যদের বিরুদ্ধে । এরপর বেঞ্চের প্রশ্ন ছিল, চার্জশিট দাখিল হতে কত সময় লাগে ? শাহজাহান শেখকে এতদিন গ্রেফতার করা হয়নি কেন ? সেই সময় সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছিল যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং শুধুমাত্র একজনকে গ্রেফতার করা হয়নি । কিন্তু কেন ? একাধিক প্রশ্নে এভাবেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকারকে ৷

আরও পড়ুন :

  1. সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
  2. সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
Last Updated :Mar 11, 2024, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.