ETV Bharat / state

'সন্দেশখালির ঘটনা সাজানো, সামান্য'; প্রচারে বেরিয়ে তৃণমূল মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 9:41 PM IST

Lok Sabha Elections 2024: 'সন্দেশখালি ছোটখাটো, সামান্য ঘটনা ৷ মনিপুরের ঘটনা অনেক বড় ৷' দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নেমে নেত্রীর সুরেই মন্তব্য করলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ৷ তাঁর এই মন্তব্যের কী প্রতিক্রিয়া দিলেন বিরোধীরা...

Etv Bharat
Etv Bharat

সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রীর

মালদা, 16 মার্চ: প্রার্থী ঘোষণার পরই নিজকেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের প্রার্থীরা ৷ মালদা উত্তরে লোকসভা নির্বাচন 2024 কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সমর্থনে শনিবার দেওয়াল লিখলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ৷ যে দেওয়ালে তিনি নিজেদের প্রার্থীর সমর্থনে লিখে প্রচার করেছেন, সেই দেওয়ালেরই একাংশে পদ্ম প্রার্থীর সমর্থনে লেখা রয়েছে ‘আব কা বার, 400 পার ৷’

তজমুলের কথায়, "আজ থেকে আমরা হরিশ্চন্দ্রপুরে উত্তর মালদার দলীয় (তৃণমূল) প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলাম ৷ কে প্রার্থী, তা আমাদের কাছে কোনও বিষয় নয় ৷ আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুল ৷ দিদি যাঁকেই দাঁড় করান না কেন, তিনি আমাদের প্রার্থী ৷ বিজেপি 400টির বেশি আসন পাবে বলে দাবি করলেও একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গে তৃণমূল 42টি আসনেই জয় পাবে ৷ বিরোধীরা সন্দেশখালি নিয়ে যাই বলুক, এরাজ্যে নারীরা সুরক্ষিত ৷ বিরোধীরা বরং মণিপুরে গিয়ে দেখুক ৷ আমাদের পশ্চিমবঙ্গ অনেক ভালো ৷ আর সন্দেশখালির ঘটনা তো সাজানো ৷ সামান্য ঘটনা ৷" সম্প্রতি সিউড়িতেও প্রশাসনিক সভা ও বেশকিছু প্রকল্পের শিলান্যাসে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, "সন্দেশখালিতে ঘটনা ঘটানো হয়েছে ৷" এবার রাজ্যের প্রতিমন্ত্রীর গলাতেও শোনা গেল একই সুর ৷

এর পালটা আক্রমণ করলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির এক্সিকিউটিভ সদস্য রূপেশ আগরওয়ালা ৷ কটাক্ষ করেই বলেন, "তৃণমূলের নেতা-নেত্রীদের কাছে সন্দেশখালি সামান্য ঘটনা ৷ সন্দেশখালির মা-বোনেরা আজ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ৷ শেখ শাহজাহান এখন ইডির হেফাজতে ৷ আর তজমুল সাহেব বলছেন, সন্দেশখালির ঘটনা সামান্য ৷ তাঁর লজ্জা হওয়া উচিত ৷ তিনি মা-বোনদের ইজ্জত নিয়ে খেলাকেও সামান্য ঘটনা বলছেন ৷ তাঁকে ধিক্কার জানাচ্ছি ৷ এদের রাজ্য থেকে তাড়াতেই হবে ৷"

তিনি আরও জানান, এবার লোকসভা নির্বাচনের পর তৃণমূলকে লণ্ঠন নিয়েও খুঁজে পাওয়া যাবে না ৷ তৃণমূল নিজের ঘরে আগুন নেভানোর বদলে অন্যের ঘরের আগুনের তদন্ত করছেন ৷ লজ্জা হওয়া উচিত ৷ তাঁর কথায়," তজমুল মণিপুরের নেতা না কি মন্ত্রী ? প্রতিমন্ত্রী হয়ে লালবাতির গাড়িতে চড়ে বেড়ানো ছাড়া তিনি এলাকার কী কাজ করেছেন ? আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে তিনি যে ক'টা ভোটে জিতেছিলেন, এবার ভোটে সেটা তিনি অক্ষত রেখে দেখান ৷ তারপর বিয়াল্লিশে বিয়াল্লিশের কথা ভাববেন ৷"

পাশাপাশি সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলছেন, "যে মন্ত্রী নিজের দায়িত্ব পালন করতে পারেন না, তিনিই এমন মন্তব্য করতে পারেন ৷ সন্দেশখালি ও মণিপুরের ঘটনা গোটা বিশ্বের কাছে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে ৷ মণিপুরের ঘটনা এখন পশ্চিমবঙ্গের বাড়ি বাড়ি ঘটছে ৷ তা হয়তো তজমুল জানেন না ৷ ভোটের কথা মাথায় রেখে এখন কেউ কেউ সন্দেশখালির ঘটনাকে সাজানো বলছে ৷ সন্দেশখালির ঘটনা কিন্তু রাজ্যবাসীর চোখ খুলে দিয়েছে ৷ বাস্তবতাও স্বীকার করে নেওয়া উচিত ৷ নইলে আগামীতে হরিশ্চন্দ্রপুরেও একই ঘটনা ঘটতে পারে ৷ এসব ঘটনার জন্যই পঞ্চায়েতে হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের ভরাডুবি হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. কর্পোরেটের চাকরি ছেড়ে ভোটের প্রচারে সায়রা হালিম, ঘুরলেন সাধারণের দরজায়
  2. রবিতে মুম্বই থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের
  3. নির্বাচনে অনুব্রতর 'অভাববোধ' শতাব্দীর, তারাপীঠে পুজো দিয়ে শুরু প্রচার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.