ETV Bharat / state

রাজনৈতিক দলের নেতা-সহ সন্দেশখালিতে 23টির বেশি অভিযোগ জমা জাতীয় এসটি কমিশনের কাছে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 12:51 PM IST

Updated : Feb 22, 2024, 3:37 PM IST

National ST Commission
জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি

National ST Commission in Sandeshkhali: বৃহস্পতিবার সন্দেশখালিতে এসেছিলেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা । নির্যাতিতা আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা । জমি দখল ও নির্যাতন সংক্রান্ত মোট 23টির বেশি অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে ৷

সন্দেশখালি, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জমি দখল ও নির্যাতন নিয়ে 23টিরও বেশি অভিযোগ পেয়েছে জাতীয় তফসিলি উপজাতি কমিশন ৷ এমনটাই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক ৷ তিনি বলেন, "আমরা একজন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ৷ রাষ্ট্রপতির কাছে আমরা রিপোর্ট দেব ৷ সেই রিপোর্টে এই নেতার নাম উল্লেখ থাকবে ৷ মোট আমরা এখনও পর্যন্ত 23টির বেশি অভিযোগ পেয়েছি ৷"

জাতীয় তফসিলি জাতি কমিশনের পর এবার জাতীয় এসটি কমিশন । সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এখানে আসেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল । এই দলের নেতৃত্বে ছিলেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক । সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে নির্যাতিতা আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন এই প্রতিনিধি দলের সদস্যরা । সন্দেশখালি থেকে দিল্লিতে ফিরে এ দিনই তাঁরা রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেবেন ।

এর আগে গত 15 ফেব্রুয়ারি সন্দেশখালিতে এসে গ্রামের নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্যরা । কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের সামনেই শেখ শাহজাহান বাহিনীর অত‍্যাচারের করুণ কাহিনী তুলে ধরেছিলেন গ্রামের মহিলারা । হাড়হিম করা সেই সমস্ত করুণ কাহিনীর কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান কমিশনের সদস্যরা । এরপরই দিল্লিতে ফিরে রাইসিনা হিলে সন্দেশখালির ভয়াবহ পরিস্থিতি রিপোর্ট আকারে জমা দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসনের আরজি জানান কমিশনের চেয়ারম্যান । একই দাবিতে সোচ্চার হয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও । ফলে স্বশাসিত এই দুই জাতীয় সংস্থার পর জাতীয় এসটি কমিশনও সেই পথে হাঁটেন কি না, সেটাই এখন দেখার বিষয় ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ধামাখালি বাজারে এসে পৌঁছয় । সেখান থেকে ফেরিঘাটে লঞ্চে জলপথে নদীর ওপারে যান তাঁরা । এরপর একটি টোটোতে চেপে সন্দেশখালির গ্রামে প্রবেশ করেন কমিশনের সদস্যরা । সূত্রের খবর, এ দিন প্রথমেই তাঁরা যান সন্দেশখালির সিং পাড়ায় । সেখানে কয়েকজন আদিবাসী পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের সদস্যরা । তাঁদের সঙ্গে কোনও নির্যাতনের ঘটনা ঘটেছে কি না ! ঘটে থাকলে সেটাও নথিভুক্ত করা হয় কমিশনের তরফে । সেখান থেকে বেরিয়ে কমিশনের সদস্যরা আসেন সর্দারপাড়াতে । সেখানেও একইভাবে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলে নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেন তাঁরা ।

এ দিন আশপাশের আরও কয়েকটি গ্রামে পরিদর্শন করে গোটা পরিস্থিতি চাক্ষুষ করেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক । তবে সেখানে গিয়ে তিনি এখনও অবধি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি । পরিদর্শন শেষে এ বিষয়ে যা বলার বলবেন কমিশনের ভাইস চেয়ারম্যান । এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে । এ দিনই আবার সন্দেশখালিতে যাওয়ার কথা রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের । ফলে সন্দেশখালিকাণ্ডে চাপ ক্রমশ বাড়ছে রাজ‍্য সরকারের ওপর বলে মনে করছে রাজনৈতিক মহল ।

প্রসঙ্গত, সন্দেশখালিতে ঠিক কী ঘটনা ঘটেছে, তা জানতে চেয়ে বুধবারই রাজ‍্যের মুখ্যসচিব এবং ডিজিকে নোটিশ পাঠায় জাতীয় তফসিলি উপজাতি কমিশন । নোটিশে স্পষ্ট উল্লেখ ছিল, সন্দেশখালিকাণ্ডে তথ্য সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনদিনের মধ্যে জবাব দিতে হবে রাজ‍্য প্রশাসনকে । জবাব না মিলবে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় জাতীয় এসটি কমিশনের তরফে । তারই মধ্যে বৃহস্পতিবার সন্দেশখালি পৌঁছে গেলেন কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ।

আরও পড়ুন:

  1. 'যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা গ্রেফতার হবে'; শাহজাহানের ডেরায় ঢুকে বললেন ডিজি
  2. সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের, বৃহস্পতিবার রাজ্যে প্রতিনিধি দল
  3. মুখ্যসচিব-ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব, আগামিকাল সন্দেশখালি যাচ্ছে এসটি কমিশন
Last Updated :Feb 22, 2024, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.