ETV Bharat / state

মুখ্যসচিব-ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব, আগামিকাল সন্দেশখালি যাচ্ছে এসটি কমিশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 2:52 PM IST

ETV BHARAT
ETV BHARAT

ST Commission to visit Sandeshkhali: মুখ্যসচিব ও ডিজির কাছে সন্দেশখালি নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল এসটি কমিশন ৷ আগামিকাল তারা সন্দেশখালিতে যাচ্ছে ৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালির এক তফশিলি উপজাতিভুক্ত মহিলার অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় এসটি কমিশন । অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে আসছে তারা । তাদের গন্তব্য সন্দেশখালি । আগামিকাল সন্দেশখালি যাচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইবস ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার এসটি কমিশনের ভাইস চেয়ারপার্সন অনন্ত নায়ক এবং তাঁর দল রাজ্যে আসছেন । তবে তাঁরা কাল কখন এসে পৌঁছবেন এবং তাঁদের কর্মসূচির বিস্তারিত কিছু এখনও জানা যায়নি । কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ও ডিজি রাজীব কুমারকে যে নোটিশটি পাঠানো হয়েছে তাতে স্পষ্ট লেখা হয়েছে যে, গত 19 ফেব্রুয়ারি সন্দেশখালির জওয়া রানি সিংহের থেকে একটি অভিযোগ পায় এসটি কমিশন ৷ তার ভিত্তিতে রাজ্য কী পদক্ষেপ করেছে তা নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে মুখ্যসচিব ও ডিজির থেকে ।

আগামী তিন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে । আগামী তিন দিনের মধ্যে কমিশনের কাছে রিপোর্ট জমা না দিলে আদালতের দ্বারস্থ হবে এসটি কমিশন । এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে আগামিকাল রাজ্যে এসে নিজেরা সন্দেশখালি গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চায় কমিশন ।

প্রসঙ্গত, এর আগে সন্দেশখালিতে গিয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্টের এক প্রতিনিধি দল । সন্দেশখালি ঘুরে এসে কমিশনের পর্যবেক্ষণের সাপেক্ষে তাঁরা প্রস্তাব দেন যে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক । গোটা সন্দেশখালি ঘুরে নির্যাতিত এবং নিপীড়িত মহিলা ও বাকিসব বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই প্রস্তাব দেন তাঁরা । ভিডিয়ো করা হয় তাঁদের জবানবন্দি । তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি
  2. সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের বয়ান নেওয়া আইপিএস পাপিয়াকে অতিরিক্ত দায়িত্ব নবান্নের
  3. সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে কলকাতায় কৃষক-শ্রমিক-খেতমজুর মিছিল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.