ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের, বৃহস্পতিবার রাজ্যে প্রতিনিধি দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 9:28 PM IST

NHRC on Sandeshkhali: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ৷ সংবাদমাধ্যম থেকে এমনটাই জানতে পেরেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ আর তাই এই পরিস্থিতি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল কমিশন ৷

ETV Bharat
সন্দেশখালির ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: আসরে জাতীয় মানবাধিকার কমিশন ৷ আগামিকাল, বৃহস্পতিবার সন্দেশখালি যাচ্ছে কমিশনের প্রতিনিধি দল ৷ বুধবার একটি বিজ্ঞপ্তিতে এনএইচআরসি এ কথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলি দেখে তারা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷"

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে নিরপরাধ, প্রান্তিক মহিলাদের উপর যৌন হেনস্তা চালিয়েছে রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ৷ এর প্রতিবাদে নেমেছে স্থানীয়রা ৷ তবে স্থানীয় প্রশাসন এই অপরাধীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ ৷ ইলেকট্রনিক মিডিয়া এবং খবরের কাগজে সন্দেশখালি সম্পর্কিত যেসব খবর প্রকাশিত হয়েছে, তা থেকে কমিশনের পর্যবেক্ষণ, সেখানে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে এনএইচআরসি ৷

এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং ডিজি রাজীব কুমারের কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট চেয়েছে ৷ 4 সপ্তাহের মধ্যে এনএইচআরসিকে রিপোর্ট পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ সন্দেশখালিতে হিংসাত্মক ঘটনার কথা জানাতে হবে এই রিপোর্টে ৷ এছাড়া দোষীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে বা নেবে বলে ঠিক করেছে, তাও উল্লেখ করতে হবে ৷ পাশাপাশি, এলাকার মহিলা, শিশু, প্রবীণ এবং অন্যদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে তাও বিস্তারিত উল্লেখ করতে হবে রিপোর্টে ৷ এর সঙ্গে কমিশনের কোনও এক সদস্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালির পরিস্থিতি দেখতে যাবে ৷

এর আগে 16 ফেব্রুয়ারি বিজেপির 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় ৷ এই দল গঠন করেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ সেই সময় সন্দেশখালিতে 144 ধার জারি করা ছিল ৷ তাই রামপুরে ওই দলের পথ আটকায় পুলিশ ৷ বাধার মুখে পড়ে সন্দেশখালি না গিয়েই উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কলকাতায় ফিরে আসতে হয় ৷ তাঁরা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন ৷

তারও আগে 14 ফেব্রুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁকে পুলিশ আটকে দেয় ৷ টাকিতে তিনি পুলিশের গাড়ির বনেটের উপরে উঠে পড়েন ৷ তারপর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন ৷ পরে অবশ্য তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ৷ এরপর 19 ফেব্রুয়ারি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালি যান ৷ সেখানে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন ৷ এছাড়া রাজ্য শিশু সুরক্ষা কমিশন, তফশিলি জাতি কমিশনের প্রতিনিধি দলও সন্দেশখালি গিয়েছে ৷ এবার উদ্যোগ নিল জাতীয় মানবাধিকার কমিশন।

আরও পড়ুন:

  1. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
  2. সন্দেশখালিতে পুলিশের গাফিলতির কথা মানলেন ডিজি, দাবি রেখা শর্মার
  3. অগ্নিগর্ভ পরিস্থিতির 14 দিনের মাথায় সন্দেশখালিতে রাজীব, পুলিশ কর্তাদের সঙ্গে দু'ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.