কলকাতা, 9 এপ্রিল: ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় উলটে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে রাজ্য পুলিশ ৷ এবার ওই মামলাগুলি খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনাআইএ'কে মামলা দায়ের করার অনুমতি দেয় হাইকোর্ট ৷ উচ্চ আদালতে মঙ্গলবারই দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি হবে।
ভূপতিনগরে 2022 বিস্ফোরণের ঘটনার তদন্তে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়ে এনআইএ। মূলত মহিলারা হামলা চালিয়ে অভিযুক্তদের গ্রেফতারে বাধা দেন বলে অভিযোগ। ঘটনায় এক এনাআইএ আধিকারিক জখম হন। সেই ঘটনায় এনআইএ অভিযোগ দায়ের করে। কিন্তু পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধেই পালটা হামলার অভিযোগ করে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। সেই মামলাগুলি খারিজের আবেদন জানিয়ে এদিন হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলা আড়াইটা নাগাদ এই আবেদনের শুনানি হবে।
2022 সালের একটি বিস্ফোরণ মামলায় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তদন্ত করছে এনআইএ। ওই ঘটনার তদন্তে গত শনিবার ভূপতিনগরে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বিস্ফোরণ মামলায় স্থানীয় দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই এনআইএর গাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ফের উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। অভিযোগ, বিস্ফোরণে অভিযুক্ত তৃণমূল নেতাদের থানায় নিয়ে যাওয়ার সময়ে কয়েক জন গ্রামবাসী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতে হামলা করেন। হামলায় গাড়ির কাচ ভেঙে যায়, আহত হন এক এনআইএ আধিকারিক।
শনিবার রাতেই বিস্ফোরণ কাণ্ডে ধৃত এক তৃণমূল নেতার পরিবারের তরফে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। শ্লীলতাহানির অভিযোগ-সহ একাধিক মামলা দায়ের হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব-সহ অনেকেই ভূপতিনগরের ঘটনায় উলটে এনআইএ আধিকারিকদের ঘাড়েই দোষ চাপান। ইতিমধ্যেই বিবৃতি দিয়ে এই সমস্ত অভিযোগ খারিজ করে গোটা ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করে এনআইএ ৷ আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে এই সমস্ত 'মিথ্যা' মামলা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ ৷
আরও পড়ুন: