ETV Bharat / state

ভূপতিনগরে এনআইএ'র উপর কোনও হামলাই হয়নি, দাবি মমতার মন্ত্রীর - Attack On NIA

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 9:22 PM IST

Shashi Panja On Bhupatinagar Case: রবিবার হাওড়ার শরৎ সদনে দলীয় কর্মীসভাতে এসে তিনি স্পষ্ট ভাষাতে দাবি করেন ওইদিন রাতে ভূপতিনগরে এনআইএর উপর কোনও হামলার ঘটনাই ঘটেনি। মন্ত্রীর পালটা দাবি, এনআইএ রাতের অন্ধকারে গিয়েছেে৷ বাড়ির মহিলারা বুঝতেই পারেননি এরা এনআইএ না চোর!

SHASHI PANJA
ভূপতিনগরে এনআইএর উপর কোনও হামলাই হয়নি, দাবি মন্ত্রী শশী পাঁজার

শশী পাঁজার অভিযোগ, রাত দুপুরে কেন, দিনের আলোতে কেন এল না এনআইএ?

হাওড়া, 7 এপ্রিল: ভূপতিনগর 2022 সালে বিস্ফোরণের ঘটনার প্রাণ হারিয়েছিল তিন জন ৷ ওই ঘটনার তদন্তে গিয়ে শনিবার স্থানীয়দের আক্রমণের মুখে পড়তে হয়েছে এনআইএ আধিকারিকদের ৷ স্থানীয়দের হামলায় দুই এনআইএ আধিকারিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু ভূপতিনগরে এনআইএ'র আধিকারিকদের উপর কোনও হামলাই হয়নি বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

রবিবার হাওড়ার শরৎ সদনে দলীয় কর্মীসভাতে এসে তিনি স্পষ্টত দাবি করেন, ওইদিন রাতে ভূপতিনগরে এনআইএ'র উপর কোনও হামলার ঘটনাই ঘটেনি। শুধু তাই নয় মন্ত্রীর পালটা দাবি, এনআইএ রাতের অন্ধকারে গিয়েছে ৷ বাড়ির মহিলারা বুঝতেই পারেননি এরা এনআইএ না চোর! তিনি বলেন, "মহিলারা নিজেরাই বলছেন, আমরা চিৎকার-চেঁচামেচি করেছি ৷ কিন্তু আধিকারিকদের স্পর্শ করিনি। আর সংবাদমাধ্যমের খবরও বলছে অধিকারিকরা একটু আহত হয়েছেন ৷ যেন জোর করেই তাদের আহত করার খবর করা হয়েছে। এটাই সত্যি কোনও আধিকারিক ওইদিন আহত হননি।"

এর পাশাপাশি মন্ত্রীর আরও অভিযোগ, "রাত দুপুরে কেন, দিনের আলোতে কেন এল না এনআইএ?" তাঁর দাবি, এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে বাড়ির মহিলারাও বুঝতে পারছে। যদিও কেন্দ্রীয় আধিকারিকদের গাড়ি ভাঙচুর কারা করল সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "আমরা তো বলছি, তদন্ত হোক। যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তারা আসেনি। ওইদিন মহিলাদের ক্ষোভ ছিল। এগুলিও দেখতে হবে। 2022 সালের ঘটনার প্রেক্ষিতে আপনি 2024 সালে ভোটের মধ্যে আসছেন। জনসাধারণ এত বোকা নয় ৷ তারাও বুঝতে পারছে।"

ভূপতিনগরের ঘটনায় এনআইএ ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, এই মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাখ্যান করে এনআইএ এই বিষয়ে তৈরি হওয়া বিতর্ককে 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, তদন্তকারীদের উপর হামলার পরে যে পদক্ষেপ করা হয়েছে তা সম্পূর্ণ আইন মেনেই নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

  1. 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে ভূপতিনগর কাণ্ডে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ অস্বীকার এনআইএ'র
  2. এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের
  3. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.