ETV Bharat / state

ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের - Molestation charge against NIA

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 1:10 PM IST

Updated : Apr 7, 2024, 1:26 PM IST

Allegation of molesting women against NIA: ভূপতিনগরে এনআইএ-এর বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ করল ধৃত তৃণমূল নেতার পরিবার ৷ এই মর্মে ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

ভূপতিনগর, 7 এপ্রিল: ভূপতিনগরের ঘটনায় শ্লীলতাহানির অভিযোগ উঠল এনআইএ-র বিরুদ্ধে ৷ এনআইএ-র উপর হামলা চালানোর ঘটনায় ভূপতিনগর থানায় কেন্দ্রীয় সংস্থা লিখিত অভিযোগ দায়ের করার পর, শনিবার রাতেই তাদের বিরুদ্ধে পালটা এফআইআর হল ৷ ধৃত এক তৃণমূল নেতার পরিবারের তরফে জাতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে এফআইআর করা হয়েছে ভূপতিনগর থানায় ৷

তাদের অভিযোগ, গভীর রাতে দরজা ভেঙে তৃণমূল নেতা-সহ দু'জনকে গ্রেফতার করতে গিয়ে মহিলাদের হেনস্থা করেছেন এনআইএ আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ মহিলাদের সম্ভ্রমে আঘাত করা হয়েছে ৷ স্থানীয় মহিলারা এই ঘটনার প্রতিবাদ জানালে তাঁদেরও শ্লীলতাহানি করা হয় বলে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ তৃণমূল নেতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, ভূপতিনগর বোমা বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের বুথ সভাপতি-সহ দু'জনকে গ্রেফতার করতে গিয়ে শনিবার বাধার মুখে পড়তে হয় জাতীয় তদন্তকারী সংস্থাকে । পরে বলাইলাল মাইতি ও মনব্রত জানাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় স্থানীয়রা এনআইএ-র উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ ৷

ঠিক সন্দেশখালির ধাঁচে ভূপতিনগরের ঘটনা ঘটে ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ৷ সে ক্ষেত্রেও শাহজাহানের পরিবারের তরফে ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছিল ৷ ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে পালটা এফআইআর দায়ের হওয়ায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে । শনিবারের ঘটনার পর রবিবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের টহলদারি রয়েছে ।

এ দিকে, আজই এলাকায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ- সহ তৃণমূলের রাজ্য ও জেলার শীর্ষ নেতারা । তৃণমূলের দাবি, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে মানুষকে ভয় দেখানোর কাজ করে বিজেপি । কিন্তু এলাকার মানুষ ভয় পাবেন না । যদিও এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য বলেন ,পুরনো একটি মামলায় এনআইএর প্রতিনিধি দল অভিযুক্তদের গ্রেফতার করতে এলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । গাড়ি ভাঙচুরও করা হয়েছে । তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে । এলাকায় যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের টহল রয়েছে ।

আরও পড়ুন:

  1. ধৃত মনোব্রত-বলাই বোমা তৈরির সঙ্গে যুক্ত, এনআইএ এর হাতে হোয়্যাটসঅ্যাপ চ্যাট
  2. ভূপতিনগর নিয়ে রিপোর্ট তলব কমিশনের, বিশেষ বৈঠকে পুলিশ পর্যবেক্ষক
  3. 'গুন্ডাগিরি বরদাস্ত হবে না', ভূপতিনগর কাণ্ডে মন্তব্য উদ্বিগ্ন রাজ্যপালের
Last Updated : Apr 7, 2024, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.