ETV Bharat / state

ধৃত মনোব্রত-বলাই বোমা তৈরির সঙ্গে যুক্ত, এনআইএ এর হাতে হোয়্যাটসঅ্যাপ চ্যাট - Bhupatinagar Bomb Blast

Bhupatinagar Bomb Blast: 2022 সালের 2 ডিসেম্বর তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয় তৃণমূল নেতা-সহ তিন জনের ৷ এই ঘটনায় শনিবার দুই তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 3:33 PM IST

ETV Bharat
ভূপতিনগরে বোমা বিস্ফোরণে ঘটনার তদন্তে এনআইএ

ভূপতিনগর, 6 এপ্রিল: বোমা তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলাই মাইতি এবং মনোব্রত জানা ৷ 2022 সালের 2 ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রামপঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনার তদন্তে শনিবার দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ দু'জনই বোমা তৈরির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ ঘটনার দিন গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং প্রতিবেশী বিশ্বজিৎ গায়েনের ৷

দু'জনকে উত্তর 24 পরগনার নিউটাউনে এনআইএ-র দফতরে আনা হয়েছে ৷ ইতিমধ্যেই তাদের জেরাপর্ব শুরু হয়েছে ৷ তাদের সময় মতো আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এনআইএ-র সূত্রে খবর, একজন এসপি পদমর্যাদার এনআইএ আধিকারিক, মনোব্রত জানা এবং বলাই মাইতিকে প্রাথমিকভাবে জেরা করেন ৷ পাশাপাশি, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া দু'টি মোবাইল ফোন থেকে কললিস্ট চেক করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ থেকে বেশ কয়েকজনের কথোপকথনের রেকর্ড পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করা হয়েছিল ? কোথা থেকে এই সব বিস্ফোরণের মশলা আনা হয়েছিল এবং কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ৷ তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ 2022 সালের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিন জনের প্রাণ গিয়েছিল ৷ সেই ঘটনায় রাজ্য পুলিশের তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হলেও সংশ্লিষ্ট এফআইআর-এ বিস্ফোরণের কোনও ধারা উল্লেখ করা ছিল না ৷ ফলে আদালতের হস্তক্ষেপে এই ঘটনার তদন্তের দায়িত্ব নেয় এনআইএ ৷

এদিন ভূপতিনগর থেকে বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে নিউটাউনে এনআইএ দফতরে আনা হয়েছে ৷ এরপরেই এনআইএ-র তরফে দাবি করা হয়েছে, ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে বোমা বাধা, বোমা তৈরির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিল বলাই মাইতি এবং মনোব্রত জানা ৷ তাই আজ তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু অপ্রত্যাশিতভাবে বেশ কিছু মানুষ তাদের গাড়ি আটকায় এবং তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে ৷ এর ফলে এনআইএ-র একজন আধিকারিক গুরুতর জখম হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
  3. তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ-কাণ্ডে তদন্তে বম্ব ও ডগ স্কোয়াড

ভূপতিনগর, 6 এপ্রিল: বোমা তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলাই মাইতি এবং মনোব্রত জানা ৷ 2022 সালের 2 ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রামপঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনার তদন্তে শনিবার দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ দু'জনই বোমা তৈরির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ ঘটনার দিন গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং প্রতিবেশী বিশ্বজিৎ গায়েনের ৷

দু'জনকে উত্তর 24 পরগনার নিউটাউনে এনআইএ-র দফতরে আনা হয়েছে ৷ ইতিমধ্যেই তাদের জেরাপর্ব শুরু হয়েছে ৷ তাদের সময় মতো আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এনআইএ-র সূত্রে খবর, একজন এসপি পদমর্যাদার এনআইএ আধিকারিক, মনোব্রত জানা এবং বলাই মাইতিকে প্রাথমিকভাবে জেরা করেন ৷ পাশাপাশি, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া দু'টি মোবাইল ফোন থেকে কললিস্ট চেক করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ থেকে বেশ কয়েকজনের কথোপকথনের রেকর্ড পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করা হয়েছিল ? কোথা থেকে এই সব বিস্ফোরণের মশলা আনা হয়েছিল এবং কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ৷ তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ 2022 সালের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিন জনের প্রাণ গিয়েছিল ৷ সেই ঘটনায় রাজ্য পুলিশের তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হলেও সংশ্লিষ্ট এফআইআর-এ বিস্ফোরণের কোনও ধারা উল্লেখ করা ছিল না ৷ ফলে আদালতের হস্তক্ষেপে এই ঘটনার তদন্তের দায়িত্ব নেয় এনআইএ ৷

এদিন ভূপতিনগর থেকে বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে নিউটাউনে এনআইএ দফতরে আনা হয়েছে ৷ এরপরেই এনআইএ-র তরফে দাবি করা হয়েছে, ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে বোমা বাধা, বোমা তৈরির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিল বলাই মাইতি এবং মনোব্রত জানা ৷ তাই আজ তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ কিন্তু অপ্রত্যাশিতভাবে বেশ কিছু মানুষ তাদের গাড়ি আটকায় এবং তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে ৷ এর ফলে এনআইএ-র একজন আধিকারিক গুরুতর জখম হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
  3. তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ-কাণ্ডে তদন্তে বম্ব ও ডগ স্কোয়াড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.