ETV Bharat / state

ভূপতিনগরকাণ্ডে এনআইএ'র নোটিশ তিন তৃণমূল নেতাকে, সোমেই হাজিরার নির্দেশ - BHUPATI NAGAR INCIDENT

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 11:30 AM IST

Bhupati Nagar Blast Update: ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিন তৃণমূল নেতাকে নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই নিয়ে তিনবার নোটিশ দেওয়া হল বলে এনআইএ সূত্রে খবর ৷

NIA , এনআইএ, ভূপতিনগরে এনআইএ
ভূপতিনগরে এনআইএ

ভূপতিনগর (পূর্ব মেদিনীপুর), 8 এপ্রিল: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরও তৎপর এনআইএ । সোমবার তিন তৃণমূল নেতাকে নিউটাউনের অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এই নিয়ে তৃতীয়বার ওই তিন নেতাকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর ৷ এনআইএ সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগরকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এখন রয়েছেন তিনজন তৃণমূল নেতা । তাঁরা হলেন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া-সহ তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পাণ্ডা। গত সপ্তাহে এই তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চলে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রে খবর, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এই তিন রাজনৈতিক নেতা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ৷ সেই কারণেই তাদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন । পাশাপাশি এই ঘটনায় আরও দু'জন ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ । তাদের বয়ান রেকর্ড করে সেগুলি মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে ।

অভিযোগ, 2022 সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে একটি বড় বিস্ফোরণ ঘটে। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। সেই ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাত থেকে চলে যায় এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে ।

আদালতের নির্দেশে গত শুক্রবার মধ্যরাতে ভূপতিনগরের মোট 5টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। সেখানেই তদন্তে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইতিমধ্যেই সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এর মধ্যে ফের রবিবার দুপুরে এলাকায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । নাড়ুয়াভিলা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে এদিন অভিযান চালায় এনআইএ ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয়বাহিনীর 50 জনের একটি দল ৷

আরও পড়ুন :

  1. ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডে আট তৃণমূল নেতাকে নোটিশ এনআইএ-র, শনিবার হাজিরার নির্দেশ
  2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
  3. ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার পরিবারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.