ETV Bharat / state

ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক - Attack on NIA

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 9:28 AM IST

Updated : Apr 6, 2024, 1:09 PM IST

Attack on NIA Officials: সন্দেশখালির পর এবার ভূপতিনগর ৷ তদন্তে গিয়ে আক্রান্ত হলেন জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷ ভাঙা হয়েছে গাড়ির কাচ, ঘটনায় আহত হয়েছেন এক আধিকারিকও ৷

Etv Bharat
Etv Bharat
ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ

ভূপতিনগর, 6 এপ্রিল: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা ৷ ঠিক তার তিন মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ভাঙা হয়েছে তাদের গাড়ির কাচ ৷ ঘটনায় আহত হয়েছেন এক আধিকারিক ৷

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর ভূপতিনগর থানার নাড়ুয়া ভিলা বিস্ফোরণকাণ্ডে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ । জানা গিয়েছে, ওই দুই তৃণমূল নেতার নাম বলাইলাল মাইতি ও মনোব্রত জানা ৷ সেই সময়ই আচমকা গ্রামবাসীরা তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

2022 সালের 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন জনের । ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ । 29 মার্চ ওই বিস্ফোরণের ঘটনায় আট জন তৃণমূল নেতাকে নোটিশ দিয়েছিল এনআইএ ৷ তাঁদের হাজিরাও দিতে বলা হয়েছিল ৷ যদিও এই ঘটনায় বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল ৷

5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি ৷ সেখানেই ইডি আধিকারিকদের উপর হামলা চালায় স্থানীয়রা ৷ শাহজাহান শেখের বাড়িতে পৌঁছতেই ইডি আধিকারিকদের উপর তার অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কয়েকজন ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ তারপরেই জাতীয় স্তরে আলোচ্য বিষয় হয়ে ওঠে সন্দেশখালি ৷ অবশেষে 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা শাহজাহান ৷

আরও পড়়ুন:

  1. ইডির উপর হামলার আগে একাধিক তৃণমূল নেতাকে ফোন শাহাজাহানের ! কী বলছেন স্থানীয় বিধায়ক
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. 'সন্দেশখালির ঘটনা লজ্জাজনক', রাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ

ভূপতিনগর, 6 এপ্রিল: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা ৷ ঠিক তার তিন মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ভাঙা হয়েছে তাদের গাড়ির কাচ ৷ ঘটনায় আহত হয়েছেন এক আধিকারিক ৷

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর ভূপতিনগর থানার নাড়ুয়া ভিলা বিস্ফোরণকাণ্ডে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ । জানা গিয়েছে, ওই দুই তৃণমূল নেতার নাম বলাইলাল মাইতি ও মনোব্রত জানা ৷ সেই সময়ই আচমকা গ্রামবাসীরা তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

2022 সালের 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন জনের । ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ । 29 মার্চ ওই বিস্ফোরণের ঘটনায় আট জন তৃণমূল নেতাকে নোটিশ দিয়েছিল এনআইএ ৷ তাঁদের হাজিরাও দিতে বলা হয়েছিল ৷ যদিও এই ঘটনায় বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল ৷

5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি ৷ সেখানেই ইডি আধিকারিকদের উপর হামলা চালায় স্থানীয়রা ৷ শাহজাহান শেখের বাড়িতে পৌঁছতেই ইডি আধিকারিকদের উপর তার অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কয়েকজন ইডি আধিকারিকের মাথা ফাটে ৷ তারপরেই জাতীয় স্তরে আলোচ্য বিষয় হয়ে ওঠে সন্দেশখালি ৷ অবশেষে 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা শাহজাহান ৷

আরও পড়়ুন:

  1. ইডির উপর হামলার আগে একাধিক তৃণমূল নেতাকে ফোন শাহাজাহানের ! কী বলছেন স্থানীয় বিধায়ক
  2. তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
  3. 'সন্দেশখালির ঘটনা লজ্জাজনক', রাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির
Last Updated : Apr 6, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.