ETV Bharat / state

দেবের আশ্বাসের পাঁচদিনের মধ্যে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত অভিযোগকারীকে - Ghatal

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 8:23 PM IST

Ghatal: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালের সাংসদ দেবের সাংসদ প্রতিনিধির বিরুদ্ধে ৷ এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছিলেন দেব ৷ সেই আশ্বাসের পাঁচদিনের মধ্য়ে টাকা ফেরত পেল ওই পরিবার ৷ তবে ওই পরিবারের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না ৷

Ghatal
গঙ্গেশ সাঁতরা (নিজস্ব চিত্র)

ঘাটাল, 16 মে: আশা কর্মীর চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটালে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে । খবরের জেরে 1 লক্ষ 80 হাজার টাকা ফিরে পেলেন অভিযোগকারী গঙ্গেশ সাঁতরা । ফলে টাকা ফিরে পেয়ে খুশি তিনি ৷ অন্যদিকে এই ঘটনায় স্বস্তির ছায়া ঘাটালে । যদিও ওই পরিবারের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিলেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না ।

কয়েকদিন আগে দেবের সাংসদ প্রতিনিধি তথা আপ্ত সহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল চাকরি পাইয়ে দেওয়ার নামে । সেই ঘটনায় ভোটের আগে তোলপাড় হয়েছিল ঘাটাল । গঙ্গেশ সাঁতরা নামে ওই ব্যক্তির অভিযোগ ছিল, মেয়ের আশা কর্মীর চাকরি হবে বলে ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে এজেন্ট মারফত 1 লক্ষ 80 হাজার টাকা দিয়েছিলেন তিনি ।

Ghatal
কাজে ব্যস্ত গঙ্গেশ সাঁতরা (নিজস্ব চিত্র)

গঙ্গেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তেলিবাজার এলাকায় । তাঁর অভিযোগ ছিল, চাকরি তো হয়নি উলটে টাকা ফেরত চাইলে তা আজ দেবো কাল দেবো করে প্রায় বছর ধরে ঘুরিয়েছেন রামপদ । বরং প্রতিশ্রুতি দিয়েছিলেন 2024 এ সাংসদ হওয়ার পর দেবের অনুমতি নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন । কিন্তু সেই প্রতিশ্রুতিতে মন গলেনি এই সাঁতরা পরিবারের ।

এরপর তাঁরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যান ৷ কিন্তু অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত তাঁরা তাদের সমস্ত অভিযোগ নিয়ে ই-মেল মারফত পুলিশ সুপারকে জানান । সেই খবর প্রকাশ্য আসতেই শোরগোল পড়ে যায় ঘাটাল জুড়ে । যদিও সেই ঘটনায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব প্রকাশ্যে জানিয়েছিলেন, ঘটনার তদন্ত হবে এবং যে দোষী হবে সে শাস্তি পাবে । ওই ঘটনার পাঁচ দিনের মাথায় টাকা ফিরে পেল সাঁতরা পরিবার ।

যদিও প্রকাশ্যে রামপদ মান্নার নাম আসেনি । তবে এই সাঁতরা পরিবার জানায় যে মিডিয়েটারের মাধ্যমে টাকা দিয়েছিলেন, সেই মিডিয়েটার মারফত হাতে টাকা ফেরত দেওয়া হয়েছে ৷ গঙ্গেশ সাঁতরা বলেন, "মেয়ের আশা কর্মীতে চাকরি হবে বলে আমরা টাকা দিয়েছিলাম 1 লক্ষ 80 হাজার টাকা । আমাদের মিডিয়েটার কথা দিয়েছিল যে চাকরি হয়ে যাবে । সেই মোতাবিক আমাদের রামপদ মান্না, যিনি দেবের প্রতিনিধি তাঁর অফিসেও নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন । কিন্তু চাকরি না হওয়ায় সেই টাকা আমরা ফেরত চাই এবং বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করি । যদিও সেই ঘটনার পরেই ওরা অর্থাৎ যিনি আমাদের কাছে টাকা নিয়ে গিয়েছিলেন, সেই মিডিয়েটার পুরো 1 লক্ষ 80 হাজার টাকা দিয়ে গিয়েছে । আমরা এই জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানাই ।’’

যদিও এই ঘটনায় দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে ফোনে জিজ্ঞেস করে করা হলে তিনি বলেন, ‘‘এই ঘটনা সম্পর্কে সেদিনও আমি বলেছি আমি কিছুই জানি না ৷ আজও বলছি আমি কিছুই জানি না । ওই ব্যক্তি কেন আমার নামে অভিযোগ করছেন ? তাঁকে আমি চিনিও না ।’’ তবে তিনি শেষে জানান যে ভোটের পর ওই ব্যক্তির নামে মানহানির মামলা করা হবে ৷

যদিও এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি । বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘দেব ভোটের মুখে নিজের ইমেজ ঠিক রাখতে টাকা ফেরত দিয়েছে রামপদ মান্না মারফত । এরকম বহুজনের কাছে টাকা নিয়ে দেব সুইজারল্যান্ড-সহ বিভিন্ন জায়গায় টাকা পাঠিয়েছে । যেহেতু এই ঘটনার খবর এবং আমাদের প্রতিবাদে ওঁর ইমেজ নষ্ট হয়ে যাচ্ছিল । তাই টাকা ফেরত দেওয়া হয়েছে । আমরা আগামিদিনে বাকিদেরও সামনে আনব যার যার কাছে দেব প্রতিনিধি মারফত টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে ।’’

আরও পড়ুন:

  1. আপ্ত সহায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ! 'দোষ করলে শাস্তি পাবেন', জানালেন দেব
  2. 'ঘাটাল মাস্টার প্ল্যান বুঝিনি, আমাকে ভুল করে আপনারা জিতিয়ে দিয়েছেন', বিস্ফোরক দেব
  3. দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.