ETV Bharat / state

মমতার দৌলতে আন্তর্জাতিক অপরাধের স্বর্গরাজ্য নিউটাউন, বাংলাদেশি সাংসদ খুনে তোপ সেলিমের - Bangladesh MP Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 9:45 AM IST

Bangladesh MP Murder Case: মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আন্তর্জাতিক অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে নিউটাউন ৷ বাংলাদেশি সাংসদ খুনের ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন মহম্মদ সেলিম ৷

ETV BHARAT
মহম্মদ সেলিম (ফাইল ছবি)

কলকাতা, 26 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের খুনের ঘটনায় রাজ্যের পুলিশ এবং শাসকদলকে কাঠগড়ায় তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর মতে, দেশ ও বাংলার অপরাধ জগৎ ভয়াবহ আকারে বেড়েছে ৷ রাজনৈতিক ও আর্থিক সুবিধা পেতে শাসকদলের নেতানেত্রীরা আন্তর্জাতিক অপরাধীদের সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ তাঁর । নিউটাউনে বসে আন্তর্জাতিক অপরাধ পরিচালনার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন জবাব দেবেন না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দেশের এবং বাংলার অবস্থা কী তা বুঝতে পারছেন ! একটা সময় ঢাকার সঙ্গে কলকাতার তুলনা টানা হত । তার মানে আমি বাংলাদেশকে গ্লোরিফাই করছি না । দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে বলছি । কিন্তু আজ বাংলার অবস্থা এতটাই খারাপ । একটা সময় দুবাইয়ের মতো জায়গায় বসে হত্যার পরিকল্পনা ও ছক কষা হত । আর এখন দেশে বসেই খুনের পরিকল্পনা কষা হচ্ছে । আর বাংলাতে সেই খুন পরিকল্পনামাফিক করা হচ্ছে । ফলে বাংলা এবং বাংলার পুলিশের কী অবস্থা তা সহজেই অনুমেয় ।"

আরও পড়ুন:

এই ঘটনায় কলকাতা পুলিশকে একহাত নিয়ে সেলিম বলেন, "এতদিন ধরে সাংসদ নিখোঁজ রইলেন কলকাতা পুলিশ জানেই না । সব চুপচাপ রইলেন । বাংলাদেশে যখন খবর পৌঁছল, ওখানে আটক করা হল, ওখান থেকে যখন এখানে খবর পাঠানো হল, তখনই জানতে পারল । ফলে অপরাধীদের কতটা হিম্মত বেড়ে গিয়েছে ভাবুন । দুই দেশের এই অপরাধ জগতের মধ্যে কোটি কোটি টাকা অবৈধভাবে লেনাদেনা চলে । এই খুনের ঘটনা তীব্র নিন্দা করা ছাড়া আর কী বলতে পারি । বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই, তারা এ দেশের উপরে কোনও রকম অভিযোগ করেননি ৷"

রাজ্যের শাসকদল রাজনৈতিক ফায়দা তুলতে অপরাধ জগৎকে বাড়তে দিয়েছে বলে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদকের ৷ তিনি বলেন, "নিউটাউন কেন আন্তঃরাজ্য-আন্তর্জাতিক অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে, তা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতেই হবে । নিজের রাজনৈতিক-আর্থিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের অপরাধীদের নিউটাউন-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনা তীব্র নিন্দার । কিন্তু আফসোসের বিষয়, এত বড় ঘটনা বাংলার পুলিশ ট্র্যাক করতে পারল না । বাংলাদেশের পুলিশ সেটাকে ট্র্যাক করছে । ফলে দেশ এবং বাংলার অরাজকতার পরিস্থিতি কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না ।"

আরও পড়ুন:

কলকাতা, 26 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের খুনের ঘটনায় রাজ্যের পুলিশ এবং শাসকদলকে কাঠগড়ায় তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর মতে, দেশ ও বাংলার অপরাধ জগৎ ভয়াবহ আকারে বেড়েছে ৷ রাজনৈতিক ও আর্থিক সুবিধা পেতে শাসকদলের নেতানেত্রীরা আন্তর্জাতিক অপরাধীদের সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ তাঁর । নিউটাউনে বসে আন্তর্জাতিক অপরাধ পরিচালনার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন জবাব দেবেন না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "দেশের এবং বাংলার অবস্থা কী তা বুঝতে পারছেন ! একটা সময় ঢাকার সঙ্গে কলকাতার তুলনা টানা হত । তার মানে আমি বাংলাদেশকে গ্লোরিফাই করছি না । দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে বলছি । কিন্তু আজ বাংলার অবস্থা এতটাই খারাপ । একটা সময় দুবাইয়ের মতো জায়গায় বসে হত্যার পরিকল্পনা ও ছক কষা হত । আর এখন দেশে বসেই খুনের পরিকল্পনা কষা হচ্ছে । আর বাংলাতে সেই খুন পরিকল্পনামাফিক করা হচ্ছে । ফলে বাংলা এবং বাংলার পুলিশের কী অবস্থা তা সহজেই অনুমেয় ।"

আরও পড়ুন:

এই ঘটনায় কলকাতা পুলিশকে একহাত নিয়ে সেলিম বলেন, "এতদিন ধরে সাংসদ নিখোঁজ রইলেন কলকাতা পুলিশ জানেই না । সব চুপচাপ রইলেন । বাংলাদেশে যখন খবর পৌঁছল, ওখানে আটক করা হল, ওখান থেকে যখন এখানে খবর পাঠানো হল, তখনই জানতে পারল । ফলে অপরাধীদের কতটা হিম্মত বেড়ে গিয়েছে ভাবুন । দুই দেশের এই অপরাধ জগতের মধ্যে কোটি কোটি টাকা অবৈধভাবে লেনাদেনা চলে । এই খুনের ঘটনা তীব্র নিন্দা করা ছাড়া আর কী বলতে পারি । বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই, তারা এ দেশের উপরে কোনও রকম অভিযোগ করেননি ৷"

রাজ্যের শাসকদল রাজনৈতিক ফায়দা তুলতে অপরাধ জগৎকে বাড়তে দিয়েছে বলে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদকের ৷ তিনি বলেন, "নিউটাউন কেন আন্তঃরাজ্য-আন্তর্জাতিক অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে, তা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতেই হবে । নিজের রাজনৈতিক-আর্থিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের অপরাধীদের নিউটাউন-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনা তীব্র নিন্দার । কিন্তু আফসোসের বিষয়, এত বড় ঘটনা বাংলার পুলিশ ট্র্যাক করতে পারল না । বাংলাদেশের পুলিশ সেটাকে ট্র্যাক করছে । ফলে দেশ এবং বাংলার অরাজকতার পরিস্থিতি কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.