ETV Bharat / state

আজ মতুয়া গড়েই সিএএ নিয়ে জবাব দেবেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 9:02 PM IST

Updated : Mar 12, 2024, 7:28 AM IST

Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee on Citizenship Amendment Act: বিষয়টিকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' হিসেবে ব্যাখ্যা করেই মমতার হুঙ্কার, আধার কার্ড বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলে, ফের একবার সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদও করতে পারব ৷ পাশপাশি, তিনি জানান, সিএএ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখেই ময়দানে নামছেন তিনি ৷

কলকাতা, 11 মার্চ: দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন । দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে নাগরিকত্ব সংশোধনী আইনের সরাসরি বিরোধীতা করেছে তৃণমূল কংগ্রেস । সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে দিয়েছেন, বাংলার নাগরিকদের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি মানুষের পাশেই রয়েছেন ৷ জোর করে কারও নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে কোনওভাবেই তা মেনে নেওয়া হবে না । সবচেয়ে বড় কথা, রুল ফ্রেম হলেও এখনও পর্যন্ত তার কপি তিনি পাননি । তাই এখনই এই নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া নয় । মঙ্গলবার হাবরার বানিপুরে সভা রয়েছে । আইনের পুঙ্খানুপুঙ্খ অধ্যায়ন করে সেখানেই বিস্তারিত বলবেন তিনি ।

কেন সরকারিভাবে ঘোষণার আগেই সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল নেত্রী ? ভুলে গেলে চলবে না, বাংলায় লোকসভা নির্বাচনের আগে একটা বড় ফ্যাক্টর মতুয়া ভোট । তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব । কেউ নিঃশর্ত নাগরিকত্বের কথা বলেন । আবার মতুয়াদের আরেক অংশ সরাসরি নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ লাগুর পক্ষে । রাজনৈতিক মহল মনে করছে, মতুয়াদের যে অংশ তাঁর সঙ্গে রয়েছে, তাঁদের অভয় দিতেই সরাসরি এই সাংবাদিক সম্মেলন করেছেন মমতা ৷ তিনি এক্ষেত্রে জবাবের মঞ্চ হিসাবে এমন একটা জায়গাকে বেছে নিলেন, যেটি মতুয়াদের গড় বলেই পরিচিত ।

এদিন ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

  1. মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি মনে করেন বাংলায় বসবাসকারী সমস্ত নাগরিক, যারা ভোট দেন, ভোটার কার্ড-প্যান কার্ড-রেশন কার্ড আছে, তাঁরা সকলেই নাগরিক । নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার প্রক্রিয়াকে ‘নির্বাচনী হাতিয়ার’ হিসেবেই দেখছেন তিনি ।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, যদি কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সিরিয়াস হত, তাহলে তা ছ’মাস আগে কেন লাগু করল না । চার বছর আগে সংসদের উভয় কক্ষে এই আইন পাশ হয়েছে ৷ রুল ফ্রেম করতে কেন এতদিন লেগে গেল ?
  3. মমতা স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সরকার এবং দল ধর্ম-জাতি-বর্ণ এসবের ভিত্তিতে বিভাজনকে সমর্থন করে না । তিনি সকলকে নিয়ে চলার পক্ষে ।

ইতিপূর্বেই তাঁর সরকারের তরফ থেকে উদ্বাস্তু কলোনীগুলিতে বসবাসকারী মানুষদের পাট্টা দিয়েছেন । এতদিন তিনি অভয় দিয়েছেন, যাদের আধার কার্ড-প্যান কার্ড-ভোটার কার্ড রয়েছে, তাঁরা সকলেই নাগরিক । আজ যদি এই নয়া আইনে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হন, সরকার যে তাঁদের পাশে আছে সেই বার্তা দিতেই মমতার এই সাংবাদিক সম্মেলন ।

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু সিএএ
  2. 'দ্বিতীয় স্বাধীনতা দিবস', সিএএ-র বিজ্ঞপ্তি জারি হতেই উচ্ছ্বসিত মতুয়ারা
  3. সিএএ-বিজ্ঞপ্তি মানুষের অধিকার খর্ব করলে, আন্দোলন আজ থেকেই; হুঙ্কার মমতার
Last Updated :Mar 12, 2024, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.