ETV Bharat / state

শিবরাত্রির নিয়ম ও নির্ঘণ্ট, জেনে নিন কোন সময় পুজো দিলে সন্তুষ্ট হবেন মহাদেব

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 8:01 AM IST

Updated : Mar 8, 2024, 10:50 AM IST

Maha Shivratri 2024: শুরু হয়ে গিয়েছে শিবরাত্রির তোড়জোড় ৷ জেনে নিন শাস্ত্রমতে শিবরাত্রিতে পুজোর নির্ঘণ্ট ৷

Etv Bharat
Etv Bharat

প্রায় সর্বত্রই সমারোহে পালিত হয় শিবরাত্রি ৷ এদিন দেবাদিদেব মহাদেব ও পার্বতীর পুজো করা হয় ৷ নির্দিষ্ট আচার ও নিয়ম-রীতি মেনে পালিত হয় শিবরাত্রি ৷ মনে করা হয় শিবরাত্রির ব্রত পালন করলে সমস্ত বিপদ দূর হয় ৷ কথিত আছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল ৷ এই তিথি পালিত হয় শিবরাত্রি হিসাবে ৷ অনেকেই মনে করেন নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় ৷ এই বছর 8 মার্চ শুক্রবার রাত 9টা 40 মিনিট থেকে 9 মার্চ সন্ধ্যে 6টা 40 মিনিট পর্যন্ত শিবরাত্রির তিথি চলবে ৷ জেনে নিন, চার প্রহরে শিবরাত্রি ব্রত পালনের নির্ঘণ্ট ৷

মহাশিবরাত্রি-র চার প্রহরের পুজোর সময়:

সাধারণত 4 প্রহরে মহাদেবের পুজো করা হয় ৷ এই চার প্রহরে পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে ৷ 8 মার্চ মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরে উপবাস করে পুজো শুরু করতে হবে ৷ সন্ধ্যে 6টা 25 মিনিটে শুরু হবে প্রথম প্রহরের পুজো ৷ দ্বিতীয় প্রহরের পুজো ও উপবাস শুরু হবে রাত সাড়ে 9টায় । এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে রাত 12টা 31 মিনিটে ৷ এছাড়াও শেষ ও চতুর্থ প্রহরের পূজা শুরু হবে ভোর 3টা 34 মিনিটে । মহাশিবরাত্রির ব্রত ও উপবাস সমাপ্ত হবে ভোর 6টা 35 মিনিটে । 9 মার্চ সকাল 6টা 37 মিনিট থেকে দুপুর সাড়ে 3টের মধ্যে মহাশিবরাত্রির উপবাস ভাঙতে পারবেন পুণ্য়ার্থীরা ।

শিবরাত্রিতে পুজোর উপকরণ:

শিবরাত্রিতে মহাদেবকে বেলপাতা নিবেদন করলে বেশি সন্তুষ্ট হন দেবতা ৷ এদিন রুদ্রাক্ষ, বেলপাতা, দুধ ও সিদ্ধি দিয়ে পুজো করা হয় মহাদেবকে ৷ সেই সঙ্গে দেওয়া হয় ঘি, মধু, চন্দন ও দই ৷ ধূপ, মোমবাতি ও 26টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে ৷

মহাদেব কীসে অসন্তুষ্ট: মহাদেবকে কখনওই হলুদ, তুলসী, সিঁদুর বা কুমকুম ও নারকেলের জল অর্পণ করবেন না ৷ তাতে মহাদেবের রোষের মুখে পড়তে পারেন ৷

ভোলানাথের আশীর্বাদ পেতে একটি বেলগাছের নীচে শিবলিঙ্গ স্থাপন করে সেখানে বেলপাতা অর্পণ করুন ৷ এতে মহাদেব সন্তুষ্ট হন ৷ শিবরাত্রিতে বেলগাছের নীচে থাকা শিবলিঙ্গতেও বেলপাতা অর্পণ করতে পারেন ৷ তাতেও মহাদেবের কৃপায় সমস্ত বাধা দূর হয়ে যেতে পারে ৷

(প্রতিবেদনটি সামগ্রিক তথ্যের ভিত্তিতে লেখা)

আরও পড়ুন:

  1. ভূস্বর্গে শৈব আরাধনা, শিবরাত্রিতে একাধিক মন্দিরে ভক্তদের ভিড়
  2. মহা শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তদের ঢল তারকেশ্বর মন্দিরে
  3. শিবরাত্রিকে সামনে রেখে অভিনব প্রতিবাদ চাকরি প্রার্থীদের
Last Updated : Mar 8, 2024, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.