ব্যান্ডেল, 20 মে: পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ প্রথম ৷ বিশেষভাবে সক্ষম ভোটকর্মীদের নিয়ে তৈরি করা হল মডেল বুথ ৷ হুগলি লোকসভা কেন্দ্রের ব্যান্ডেলের সাহাগঞ্জে এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র নামে 209 ও 210 নম্বর দুটি বুথ তৈরি করা হয়েছে এখানে । ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বুথের সামনেটা ৷ পাশাপাশি গেট করে তাতে লেখা রয়েছে, 'আমাদের আছে ভোটশক্তি ৷ ভোট দেব, দেশ গড়ব' ৷ বুথে অন্যরকম মাত্রা দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । দুটি বুথের মধ্যে 210 নম্বরের দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ।
বুথের প্রিসাইডিং অফিসার ভানুপ্রকাশ দে জানান, এই প্রথম পশ্চিমবাংলায় এই ধরনের মডেল বুথ করা হয়েছে । এর আগে উত্তরপ্রদেশ ও ওড়িশাতে এই ধরনের বুথ হয়েছিল । তিনি বলেন, "আমি নিজেকে প্রতিবন্ধী বলতে চাই না । আমরা সকলেই বিশেষভাবে সক্ষম । সকলেই স্বাভাবিকভাবে কাজ করতে পারি । আমরা পারবো না কেন? এটা মানতে চাই না ।"
তাঁর কথায়, "আমরা দেশের কাজে অংশগ্রহণ করতে চাই ৷ আমরা গণতন্ত্রের উৎসবের অংশ হতে চাই ৷ বিশেষভাবে সক্ষমদের গত বছরে পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি ৷ এই জন্য আমি আশাহত হয়েছিলাম ৷ এই নিয়ে আমি জেলাশাসককে ইমেল করেছিলাম ৷ এবারে ভোটের কাজে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে ৷" এক ভোটার বলেন, "এটা খুবই ভালো প্রচেষ্টা । নির্বাচন কমিশনের এই উদ্যোগ দেখে আমাদের খুবই ভালো লেগেছে । বিশেষভাবে সক্ষমরা অন্যদের থেকে পিছিয়ে নেই । সেটা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তাঁরা ।"
আরও পড়ুন: