ETV Bharat / state

ভোটের সকালে খোশমেজাজে রচনা, গরম উপেক্ষা করে বুথে-বুথে 'দিদি নম্বর ওয়ান' - Lok Sabha Election 2024

TMC Candidate Rachana Banerjee: সকাল থেকেই ফুল ফর্মে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায় ৷ গরমে উপেক্ষা করে বুথ পরিদর্শন করছেন তিনি ৷ বয়স্ক ভোটারদের তাড়াতাড়ি গিয়ে ভোটদান করতে পরামর্শ দিচ্ছেন তারকাপ্রার্থী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 12:00 PM IST

Rachana Banerjee
হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায় (নিজস্ব ছবি)
বলাগড়ে বুথ পরিদর্শন রচনা বন্দ্যোপাধ্যায়ের (ইটিভি ভারত)

বলাগড় (হুগলি), 20 মে: 'দিদি নম্বর ওয়ানে'র মঞ্চ ছেড়ে প্রথমবার ভোটের ময়দানে লড়াইয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায় ৷ সিনেমা নয়, ভোটবাক্সে আজ তাঁর 'অগ্নিপরীক্ষা' ৷ পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে হুগলি লোকসভা কেন্দ্রে ৷ সকাল থেকেই গরমকে উপেক্ষা করে বুথ পরিদর্শনে পথে নেমে পড়েছেন রচনা ৷ কেন্দ্রে ঢুকে ভোট প্রক্রিয়া দেখছেন ৷ পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে ৷ বেশ খোশমেজাজেই সকাল থেকে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷

তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায়ের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট চলছে হুগলিতে ৷ তবে ভোটের আগের দিন অর্থাৎ, রবিবার রাতে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগের আঙুল বিজেপির দিকে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের তিনচড়া এলাকায় ৷ সোমবার সকালে সেখানে যান রচনা ৷ দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ রচনাকে দেখে ভিড় জমে যায় এলাকায় ৷ এক বৃদ্ধা এগিয়ে এসে অভিনেত্রীকে জড়িয়ে ধরেন ৷ রচনাও হেসে বাক্যবিনিময় করেন তাঁর সঙ্গে ৷ গরম থেকে বাঁচতে বৃদ্ধাকে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসতে বলেন তিনি ৷ রচনাকে দেখে ঘিরে ধরে সেলফি তোলার আবদার করেন মহিলারা ৷ তাঁদের নিরাশ করেননি, সেই আবদারও মেটান তৃণমূল প্রার্থী ৷ একই সঙ্গে তিনচড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ঘুরে দেখেন এই তারকাপ্রার্থী ৷

হুগলিতে রচনার প্রতিদ্বন্দ্বী অভিনয় জগতে একদা সতীর্থ বিজেপির লকেট চট্টোপাধ্যায় ৷ 2019 সালে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি ৷ এবারও এই আসনে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ ভোটের দিন সকাল থেকেই ফর্মে হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ ভুয়ো তৃণমূল এজেন্ট থেকে শুরু করে বুথের ভিতর থেকে রাজ্য পুলিশের কর্মীকে বের করে দেন তিনি ৷ এই নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "খবরে থাকার জন্য লকেট চট্টোপাধ্যায় এই কাজ করছেন ৷ যাতে এই বিষয় নিয়ে কথা হয় ৷" ভুয়ো তৃণমূল এজেন্টকে বুথে থেকে বের করে দেওয়া নিয়ে রচনার বক্তব্য, "তৃণমূলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আছে ৷ তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷"

আরও পড়ুন:

  1. লকেট না রচনা, কে হবেন হুগলির 'দিদি নম্বর 1'
  2. সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 15.35 শতাংশ, কমিশনে অভিযোগের সংখ্যা 471 ; পঞ্চম দফা সরাসরি...
  3. 'তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে', ভোট শুরুতেই হুঁশিয়ারি লকেটের

বলাগড়ে বুথ পরিদর্শন রচনা বন্দ্যোপাধ্যায়ের (ইটিভি ভারত)

বলাগড় (হুগলি), 20 মে: 'দিদি নম্বর ওয়ানে'র মঞ্চ ছেড়ে প্রথমবার ভোটের ময়দানে লড়াইয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায় ৷ সিনেমা নয়, ভোটবাক্সে আজ তাঁর 'অগ্নিপরীক্ষা' ৷ পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে হুগলি লোকসভা কেন্দ্রে ৷ সকাল থেকেই গরমকে উপেক্ষা করে বুথ পরিদর্শনে পথে নেমে পড়েছেন রচনা ৷ কেন্দ্রে ঢুকে ভোট প্রক্রিয়া দেখছেন ৷ পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে ৷ বেশ খোশমেজাজেই সকাল থেকে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷

তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায়ের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট চলছে হুগলিতে ৷ তবে ভোটের আগের দিন অর্থাৎ, রবিবার রাতে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগের আঙুল বিজেপির দিকে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের তিনচড়া এলাকায় ৷ সোমবার সকালে সেখানে যান রচনা ৷ দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ রচনাকে দেখে ভিড় জমে যায় এলাকায় ৷ এক বৃদ্ধা এগিয়ে এসে অভিনেত্রীকে জড়িয়ে ধরেন ৷ রচনাও হেসে বাক্যবিনিময় করেন তাঁর সঙ্গে ৷ গরম থেকে বাঁচতে বৃদ্ধাকে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসতে বলেন তিনি ৷ রচনাকে দেখে ঘিরে ধরে সেলফি তোলার আবদার করেন মহিলারা ৷ তাঁদের নিরাশ করেননি, সেই আবদারও মেটান তৃণমূল প্রার্থী ৷ একই সঙ্গে তিনচড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ঘুরে দেখেন এই তারকাপ্রার্থী ৷

হুগলিতে রচনার প্রতিদ্বন্দ্বী অভিনয় জগতে একদা সতীর্থ বিজেপির লকেট চট্টোপাধ্যায় ৷ 2019 সালে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি ৷ এবারও এই আসনে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ ভোটের দিন সকাল থেকেই ফর্মে হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷ ভুয়ো তৃণমূল এজেন্ট থেকে শুরু করে বুথের ভিতর থেকে রাজ্য পুলিশের কর্মীকে বের করে দেন তিনি ৷ এই নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "খবরে থাকার জন্য লকেট চট্টোপাধ্যায় এই কাজ করছেন ৷ যাতে এই বিষয় নিয়ে কথা হয় ৷" ভুয়ো তৃণমূল এজেন্টকে বুথে থেকে বের করে দেওয়া নিয়ে রচনার বক্তব্য, "তৃণমূলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আছে ৷ তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷"

আরও পড়ুন:

  1. লকেট না রচনা, কে হবেন হুগলির 'দিদি নম্বর 1'
  2. সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 15.35 শতাংশ, কমিশনে অভিযোগের সংখ্যা 471 ; পঞ্চম দফা সরাসরি...
  3. 'তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে', ভোট শুরুতেই হুঁশিয়ারি লকেটের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.