ETV Bharat / state

লোকসভার আগে চা শ্রমিকদের মন পেতে একাধিক কর্মসূচি তৃণমূলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 3:10 PM IST

ETV BHARAT
ETV BHARAT

INTTUC initiatives in tea gardens: লোকসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের মন পেতে একাধিক কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ৷ আজ থেকে চা বাগানে 10 দিনের পদযাত্রা শুরু করেছে তারা ৷

জলপাইগুড়ি, 19 ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে চা শ্রমিকদের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের । চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার কী কী করেছে, আর বিজেপি সরকার কী কী থেকে তাঁদের বঞ্চিত করেছে, তার খতিয়ান তুলে ধরতে চা বাগানে নয়া কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন । চা শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে রাজ্য সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে আইএনটিটিইউসি ৷ তারই অংশ হিসেবে আজ থেকে চা বাগানে তারা 10 দিনের পদযাত্রা শুরু করেছে ।

উত্তরের চা বলয় বরাবরই বিজেপির দখলে । বিজেপির দখল থেকে চা শ্রমিকদের ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আনতে কোমর বেঁধে নামল শাসকদল । ঠিক হয়েছে, প্রতিটি চা বাগানে রাত্রিবাস করে জনসংযোগ করা হবে । 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 10 দিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রতিটি চা বাগানে চা শ্রমিকদের ভালোমন্দ নিয়ে কথা বলা হবে । ডুয়ার্সের আলিপুরদুয়ারের সংকোশ চা বাগান থেকে জলপাইগুড়ি জেলার শেষ প্রান্ত এলেনবাড়ি পর্যন্ত পদযাত্রা হবে । মোট 25 জন শ্রমিক এই পদযাত্রায় অংশ নেবেন । তার সঙ্গে প্রতিটি চা বাগান থেকে তৃণমূল কংগ্রেসের চা শ্রমিকরা পদযাত্রায় যোগ দেবেন । চা বলয়ে পদযাত্রার ডাক দিয়েছে তৃণমূল চা শ্রমিক সংগঠন । এর নাম দেওয়া হয়েছে 'চা শ্রমিক একতা যাত্রা'৷

INTTUC initiatives in tea gardens
চা বাগানে একাধিক কর্মসূচি তৃণমূলের

ডুয়ার্সের আলিপুরদুয়ারের সংকোশ থেকে শুরু হওয়া পদযাত্রায় সোমবার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক-সহ অন্যান্যরা । ঋতব্রত বলেন, "আমাদের এই পদযাত্রাটি 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 29 ফেব্রুয়ারি জলপাইগুড়িতে এসে শেষ হবে । উচ্চমাধ্যমিক পরীক্ষার পর 1 মার্চ বানারহাটে কেন্দ্রীয় জনসভা হবে সংগঠনের পক্ষ থেকে ।"

INTTUC initiatives in tea gardens
চা বাগানে জনসংযোগ

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এ দিন তিনি বলেন, "কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী আজও পিএফ থেকে বঞ্চিত চা শ্রমিকরা । কেন্দ্রের যে সমস্ত চা বাগান আছে, তারও করুণ অবস্থা । কেন্দ্রের প্রায় সব পরিষেবা থেকে বঞ্চিত উত্তরবঙ্গের চা শ্রমিকেরা । আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুরণ করেছি । চা বাগানে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে । ক্রেস ভ্যান তৈরি করা হয়েছে । এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য যা যা করণীয় তা করা হচ্ছে ৷ কিন্তু বিজেপি কিছুই করছে না । আমরা শ্রমিকদের পাশে আছি । শ্রমিকদের তাঁদের প্রাপ্য অধিকার পাইয়ে দিতেই এই কর্মসূচি ৷"

আরও পড়ুন:

  1. 'চা বাগানের মানুষের জন্য কাজ করতে চাই,' শপথ নিয়ে বললেন সাংসদ প্রকাশচিক বড়াইক
  2. চা বাগানের মহিলা শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পথ অবরোধ চোপড়ায়
  3. '2 মাসের মধ্যে চা শ্রমিকদের সমস্যা মেটান !' পিএফ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.