ETV Bharat / state

Abhishek stands with Tea Labourers: '2 মাসের মধ্যে চা শ্রমিকদের সমস্যা মেটান !' পিএফ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের

author img

By

Published : Apr 8, 2023, 4:28 PM IST

Updated : Apr 8, 2023, 5:43 PM IST

Abhishek Banerjee stands with Tea Labourers and raise his voice for their PF related Problems
চা শ্রমিকের পাশে থাকার বার্তা অভিষেকের

আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের পিএফ সংক্রান্ত সমস্য়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সমস্যা মেটানোর জন্য কেন্দ্রকে দিলেন 2 মাসের চরম সময়সীমা !

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: চা শ্রমিকের পিএফ বা ভবিষ্যনিধি সংক্রান্ত সমস্য়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দিলেন 2 মাসের 'আল্টিমেটাম' ! তাঁর সাফ কথা, এই 2 মাসের মধ্যেই বাংলার চা শ্রমিকদের পিএফ সমস্যা মেটাতে হবে ৷ তা না হলে নিজেই আন্দোলনে নামবেন তিনি ৷ একইসঙ্গে, রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আশ্বাস, পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠকের এক সপ্তাহের মধ্যেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৷

শনিবার আলিপুরদুয়ারের বাবুর হাটে জনসভা করেন অভিষেক ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে এই সভা থেকে সরাসরি বিজেপি ও কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ 100 দিনের কাজের মতো একেবারে গ্রামভিত্তিক বিষয়কে সামনে এনে আন্দোলনের নয়া রণকৌশল স্থির করে দেন ৷ তবে, ডুয়ার্সের ভোটারদের একটা বড় অংশই হলেন চা বাগানের শ্রমিক ৷ তাই 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি চা শ্রমিকদের পিএফ সমস্য়াকেও হাতিয়ার করেন অভিষেক ৷

এদিনের সভা থেকে অভিষেক বলেন, চা শ্রমিক পিএফ নিয়ে সমস্য়া রয়েছে ৷ এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের আওতাধীন ৷ তবুও তিনি এ নিয়ে লড়াই করবেন বলে জানান অভিষেক ৷ তাঁর স্পষ্ট কথা, "2 মাস সময় দিচ্ছি ৷ এই 2 মাসের মধ্য়ে চা শ্রমিকদের পিএফ সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ৷ প্রয়োজনে আমি নিজে 50 হাজার লোক নিয়ে জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করব ৷"

এর পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগেই চা শ্রমিকদের মজুরি বাড়ার আশা দেখিয়েছেন অভিষেক ৷ তিনি নিজে রাজ্য সরকার বা প্রশাসনের অংশ না হলেও অভিষেক জানান, আগামী 12 এপ্রিল শিলিগুড়িতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে ৷ সেই বৈঠকে রাজ্যের শ্রম দফতর, বাগানগুলির মালিক পক্ষ এবং চা শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন ৷ সেই বৈঠকের সাতদিনের মধ্যেই চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়বে ৷ একইসঙ্গে, অভিষেক মনে করিয়ে দেন, আগে চা শ্রমিকদের রোজের মজুরি ছিল মাত্র 67 টাকা ৷ কিন্তু, বর্তমান সরকারের আমলে দফায় দফায় বেড়ে তা হয়েছে 232 টাকা ৷

বাংলার চা বাগানগুলিতে ক্রেশের দাবি দীর্ঘদিনের ৷ অভিষেক এদিন তা নিয়েও মন্তব্য করেন ৷ জানান, তিনি নিজে এই বিষয়টি নিয়ে রাজ্য়ের শ্রম মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ এই মুহূর্তে 71টি ক্রেশ ও 42টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ চলছে ৷ আগামী চারমাসের মধ্যেই চা বাগানগুলিতে 34টি ক্রেশ তৈরি হয়ে যাবে ৷ বাকি কাজ হবে পুজোর পর ৷

ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে অভিষেক 'এক ঢিলে অনেকগুলি পাখি মারা'র কৌশল নিয়েছেন ৷ প্রথমত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গকে পকেটে পুরতে ডুয়ার্স অঞ্চলে চা শ্রমিকদের সমর্থন তৃণমূলকে পেতেই হবে ৷ অভিষেক সেটা মাথায় রেখেছেন ৷ ক্রেশ, স্বাস্থ্যকেন্দ্রের মতো সমস্য়াগুলি তুলে ধরে বোঝাতে চেয়েছেন, রাজ্যের সরকার শ্রমিক দরদী এবং শ্রমিক কল্য়াণে তারা লাগাতার কাজ করে চলেছে ৷ চা শ্রমিকদের মজুরি বাড়াতে ত্রিপাক্ষিক বৈঠক এবং মজুরি বাড়ার আশ্বাসের নেপথ্যেও রয়েছে একই কারণ ৷

আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

অন্যদিকে, ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ এই প্রেক্ষাপটে কেন্দ্র দফায় দফায় ডিএ-র হার বাড়ানোয় রাজ্য আরও বেশি বিপাকে পড়েছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে এবার চা শ্রমিকদের পিএফ নিয়ে পালটা কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিলেন অভিষেক ৷ এতে একইসঙ্গে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা এবং বিজেপি তথা কেন্দ্র বিরোধিতায় সুর চড়ানো, দুই উদ্দেশ্যই সফল করেছেন অভিষেক ৷ আগামী দিনে যখন বিজেপির নেতারা ডিএ নিয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবেন, তখন তৃণমূলীরাও চা শ্রমিকদের পিএফ নিয়ে পালটা আক্রমণ করতে পারবেন ৷ এদিন সেই অস্ত্রই তৈরি করে দিলেন অভিষেক ৷

Last Updated :Apr 8, 2023, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.