ETV Bharat / state

সল্টলেকের পর রাজারহাট, ফের স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা; গ্রেফতার অভিযুক্ত - Man Stabbings wife

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 8:47 PM IST

Husband Stabbed Wife: স্ত্রীকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে কোপাচ্ছেন যুবক ৷ বৃহস্পতিবার এমন ঘটনা দেখে হতবাক রাজারহাট চাঁদপুর বাজার ৷ তারপর কী হল ?

Etv Bharat
Etv Bharat

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

রাজারহাট, 28 মার্চ: ফের শহরে কুপিয়ে খুনের চেষ্টা ৷ সল্টলেকের ঘটনার 24 ঘণ্টার মধ্যে ফের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ৷ বৃহস্পতিবারের এই ঘটনায় রক্তাক্ত মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ৷

বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ রাজারহাটের চাঁদপুর বাজার এলাকায় ছুরি হাতে এক যুবককে তার স্ত্রীকে কোপাতে দেখা যায় ৷ ঘটনার রক্তাক্ত অবস্থায় মহিলা লুটিয়ে পড়েন রাস্তায় । স্থানীয়রা এসে ধরে ফেলে ওই যুবককে । তারা খবর দেয় রাজারহাট থানায় । পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷ এদিকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে, ধৃত স্বামীর নাম রঞ্জন দাস ৷ তারই ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী মধুমিতা দাস ৷ অভিযুক্তকে জেরা করে এই ঘটনার পিছনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ ৷

বুধবার সকালে এমনই ঘটনা ঘটে সল্টলেকের জিসি ব্লকে ৷ স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সত্তরোর্দ্ধ বৃদ্ধ ৷ কিন্তু ভাগ্যক্রমে বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে পুলিশ ৷ মৃত মহিলার পাশ থেকে ছুরি পাওয়া যায় ৷ ঘটনাস্থলে যান বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা ও বিধায়ক সুজিত বসু ৷ ঘর থেকে পাওয়া সুইসাইড নোট উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরের দিনই ফের একই ঘটনা ৷

আরও পড়ুন :

  1. সল্টলেকে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের, সুইসাইড নোটে স্বীকারোক্তি
  2. ছুরি দিয়ে 13-14 বার আঘাত, প্রতিবেশীর হাতে খুন নাবালিকা
  3. পর্ণশ্রীতে ধুন্ধুমার, ভোরবেলা বাড়িতে ঢুকে স্ত্রী-শ্বশুরকে ছুরির কোপ যুবকের!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.