ETV Bharat / state

দার্জিলিংয়ের সংরক্ষিত অরণ্যে ভয়াবহ দাবানল, বিপর্যস্ত যান চলাচল - Wildfires in Darjeeling

Wildfires in Darjeeling: দার্জিলিংয়ে 3 মাইল থেকে 6 মাইলের মধ্যে সংরক্ষিত অরণ্যে বিধ্বংসী দাবানল ৷ যার জেরে বিপর্যস্ত হয়েছে যান চলাচল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 6:05 PM IST

Updated : May 2, 2024, 6:54 PM IST

ETV BHARAT
ETV BHARAT
দার্জিলিংয়ের সংরক্ষিত অরণ্যে ভয়াবহ দাবানল

দার্জিলিং, 2 মে: দার্জিলিংয়ের জঙ্গলে দাবানল ৷ বৃহস্পতিবার সকালে তিন মাইল ও ছয় মাইলের মাঝে দাবানল ভয়াবহ আকার ধারণ করে ৷ এর ফলে থমকে যায় যানচলাচলের গতি ৷ দাবানলের কারণে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ সংরক্ষিত অরণ্যে দাবানল হওয়ায় পশু-পাখিদের ক্ষতি হতে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল ৷

জানা গিয়েছে, 3 মাইল থেকে 6 মাইলের মধ্যে ঘন জঙ্গলে আগুন লাগে ৷ তার ফলে কালিম্পং, তিস্তা ও তাকদা যাওয়ার প্রধান রাস্তা পেশক রোডে বিপর্যস্ত হয় যান চলাচল ৷ সব চালকদেরই খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

সকালেই দাবানল জ্বলতে শুরু করলেও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হতে বেশ কিছুটা দেরি হয় ৷ দমকলের একটি ইঞ্জিন এসেছে দার্জিলিং থেকে এবং 9টি ব্যক্তিগত জল সরবরাহকারী ট্রাক আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ৷ প্রায় আশি শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রেঞ্জার উত্তম প্রধান ৷

তিনি এ দিন বলেন, "আজ 7.20তে দার্জিলিংয়ের এক বিট অফিসার ফোন করে আমাকে আগুনের কথা জানায় ৷ তারা বলে যে, বন থেকে ধোঁয়া বের হচ্ছে ৷ আমি উচ্চ কর্তৃপক্ষকে জানাই । সঙ্গে সঙ্গে এসে দমকলে খবর দিই ৷ এটা একটা সংরক্ষিত অরণ্য ৷ ফলে এখানে মানুষের প্রবেশ নিষেধ থাকায় হতাহতের আশংকা নেই ৷ তবে আগুন লাগার কারণে বন্য জন্তু ও পাখিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে ৷ পাখির বাসাগুলি পুড়ে যেতে পারে ৷"

দাবানলের কারণ কী জানতে চাওয়া হলে তিনি বলেন, "মার্চ থেকে এপ্রিল পর্যন্ত খুব শুষ্ক থাকে জঙ্গল ৷ শুকনো পাতার থেকেও দাবানল হয়ে থাকে ৷" তবে ঠিক কতটা জঙ্গল এলাকা এখনও পর্যন্ত দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট ভাবে জানাতে পারেননি ওই রেঞ্জার ৷ জিপিএসয়ের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত বেড়ে 123, দেশজুড়ে দু'দিনের জাতীয় শোক
  2. দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
  3. জ্বলছে ক্যালিফোর্নিয়ার সিকোইয়া জাতীয় উদ্যান

দার্জিলিংয়ের সংরক্ষিত অরণ্যে ভয়াবহ দাবানল

দার্জিলিং, 2 মে: দার্জিলিংয়ের জঙ্গলে দাবানল ৷ বৃহস্পতিবার সকালে তিন মাইল ও ছয় মাইলের মাঝে দাবানল ভয়াবহ আকার ধারণ করে ৷ এর ফলে থমকে যায় যানচলাচলের গতি ৷ দাবানলের কারণে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ সংরক্ষিত অরণ্যে দাবানল হওয়ায় পশু-পাখিদের ক্ষতি হতে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল ৷

জানা গিয়েছে, 3 মাইল থেকে 6 মাইলের মধ্যে ঘন জঙ্গলে আগুন লাগে ৷ তার ফলে কালিম্পং, তিস্তা ও তাকদা যাওয়ার প্রধান রাস্তা পেশক রোডে বিপর্যস্ত হয় যান চলাচল ৷ সব চালকদেরই খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

সকালেই দাবানল জ্বলতে শুরু করলেও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হতে বেশ কিছুটা দেরি হয় ৷ দমকলের একটি ইঞ্জিন এসেছে দার্জিলিং থেকে এবং 9টি ব্যক্তিগত জল সরবরাহকারী ট্রাক আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ৷ প্রায় আশি শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রেঞ্জার উত্তম প্রধান ৷

তিনি এ দিন বলেন, "আজ 7.20তে দার্জিলিংয়ের এক বিট অফিসার ফোন করে আমাকে আগুনের কথা জানায় ৷ তারা বলে যে, বন থেকে ধোঁয়া বের হচ্ছে ৷ আমি উচ্চ কর্তৃপক্ষকে জানাই । সঙ্গে সঙ্গে এসে দমকলে খবর দিই ৷ এটা একটা সংরক্ষিত অরণ্য ৷ ফলে এখানে মানুষের প্রবেশ নিষেধ থাকায় হতাহতের আশংকা নেই ৷ তবে আগুন লাগার কারণে বন্য জন্তু ও পাখিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে ৷ পাখির বাসাগুলি পুড়ে যেতে পারে ৷"

দাবানলের কারণ কী জানতে চাওয়া হলে তিনি বলেন, "মার্চ থেকে এপ্রিল পর্যন্ত খুব শুষ্ক থাকে জঙ্গল ৷ শুকনো পাতার থেকেও দাবানল হয়ে থাকে ৷" তবে ঠিক কতটা জঙ্গল এলাকা এখনও পর্যন্ত দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট ভাবে জানাতে পারেননি ওই রেঞ্জার ৷ জিপিএসয়ের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত বেড়ে 123, দেশজুড়ে দু'দিনের জাতীয় শোক
  2. দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
  3. জ্বলছে ক্যালিফোর্নিয়ার সিকোইয়া জাতীয় উদ্যান
Last Updated : May 2, 2024, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.