ETV Bharat / state

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 10:56 PM IST

Special Police Observer's North Bengal Visit
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক

Special Police Observer's North Bengal Visit: মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার আগেই জানিয়ে দিয়েছিলেন, প্রতি দফার আগে যেতে হবে জেলায়। খতিয়ে দেখতে হবে জেলাগুলির সার্বিক পরিস্থিতি।

কলকাতা, 8 এপ্রিল: আগামিকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে 19 এপ্রিল। আর তার আগেই কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সফরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। প্রথম দফার নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর।

নির্বাচন যাতে সবদিক দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ হয় তাই সবরকম পদক্ষেপ করতে প্রস্তুত কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আগেই জানিয়ে দিয়েছিলেন, প্রতি দফা নির্বচনের আগে যেতে হবে জেলায়। বিস্তারিতভাবে খতিয়ে দেখতে হবে জেলার সার্বিক পরিস্থিতি। কোথাও কোনও ঢিলেঢালা পরিস্থিতি থাকলে বিশেষ নজর দিতে হবে।

এছাড়াও পর্যবেক্ষকরা জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখানে নির্বাচনের জন্য নিরাপত্তার বলয় কীভাবে সাজানো হয়েছে, তা-ও খতিয়ে দেখবেন। ভোটার বা রাজনৈতিক দলের প্রতিনিধি বা প্রার্থী কেউ কোনও সমস্যায় পড়লে রাজ্যে আসা 2 জন পর্যবেক্ষকদের যোগাযোগ করা যাবে। আর সেই কারণেই বহুলভাবে প্রচার করা হয়েছে তাঁদের নাম, নম্বর, ইমেল এবং দফতরের উপস্থিত থাকার সময়।

অন্যদিকে, এবার রায়গঞ্জ লোকসভা আসনে 2টি করে ইভিএম থাকবে। অর্থাৎ, 2টি ইভিএম-এর 2টি করে ব্যালট ইউনিট থাকবে। ওই আসনে নোটা-সহ মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নিয়ম অনুযায়ী, একটি ব্যালট ইউনিটে সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম থাকতে পারে। অতিরিক্ত চার জন প্রার্থী এবং একটি নোটা অর্থাৎ সব মিলিয়ে 5 জনের নাম আর একটি ব্যালট ইউনিটে থাকবে। তাই রায়গঞ্জের জন্য 2টি আলাদা ব্যালট ইউনিট রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার, আধার-সহ 14টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা।

আরও পড়ুন:

  1. ভোটারদের বুথমুখো করার কৌশল নির্ধারণে কমিশনের বিশেষ বৈঠক
  2. ভুল তথ্য ছড়ানো রুখতে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু নির্বাচন কমিশনের
  3. বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশে নিষেধজ্ঞা কমিশনের, কবে থেকে কার্যকর ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.