ETV Bharat / bharat

ভুল তথ্য ছড়ানো রুখতে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু নির্বাচন কমিশনের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 8:07 PM IST

Lok Sabha Election 2024: মঙ্গলবার 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু করল ভারতের নির্বাচন কমিশন ৷ ভোটে ভুল তথ্য ছড়ানো আটকাতেই রেজিস্টার চালু করা হয়েছে ৷ মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু এ দিন এই রেজিস্টার চালু করেন ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

নয়াদিল্লি, 2 এপ্রিল: ভুল তথ্য ছড়ানো আটকাতে ও নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখতে ভারতের নির্বাচন কমিশন মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু করেছে । এ দিন নয়াদিল্লিতে কমিশনের দফতর নির্বাচন সদনে এই রেজিস্টার চালু করা হয় ৷ সেখানে ছিলেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ৷ জনসাধারণ কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্টার ব্যবহার করতে পারবেন ৷

কমিশন জানিয়েছে, এখানে সব তথ্য ক্রমাগত আপডেট করা হবে ভুয়ো খবর আটকাতে৷ তাছাড়া ভোট পরিচালনা সংক্রান্ত নতুন নতুন তথ্য দেওয়া হবে ৷ কমিশন মনে করছে, আসন্ন লোকসভা নির্বাচনের সময় ভুল তথ্য় ছড়ানো আটকানোর ক্ষেত্রে এই রেজিস্টার তৈরির বিষয়টি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে ৷ গত 16 মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে ৷ সেদিনই কমিশন জানিয়েছিল যে এবারের নির্বাচনে ভুল তথ্য আটকানো তাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ৷

কমিশন জানিয়েছে, ভুল তথ্যের বিস্তার ও মিথ্যা বর্ণনা বিশ্বব্যাপী অনেক গণতন্ত্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগ হয়ে উঠছে ৷ তাই তারা এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ৷ এটা বাস্তব তথ্য়ের ভাণ্ডার হিসেবে কাজ করবে ৷ ফলে ভোটাররাও যেকোনও সিদ্ধান্ত পৌঁছানোর আগে সচেতন হতে পারবেন ৷

এখানে ইভিএম, ভিভিপ্যাট, ভোটার তালিকা, ভোটার পরিষেবা নির্বাচন পরিচালনা-সহ একাধিক বিষয়ে যে ভুল ধারণাগুলি আছে, তা নিয়ে বিস্তারিত তথ্য থাকবে ৷ সেই তথ্য যাতে মানুষ সহজে দেখতে পান, সেই কারণে এটিকে ইউজার ফ্রেন্ডলিও করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ইতিহাসে প্রথম! 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করবে কমিশন
  2. কমিশনের সি-ভিজিল অ্যাপে বিধিভঙ্গে প্রায় 80 হাজার অভিযোগ দায়ের
  3. সার্ভিস ভোটার কারা ? জানুন সাধারণ ভোটারদের সঙ্গে এদের তফাত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.