নয়াদিল্লি, 5 এপ্রিল: ভোটদানের হার বৃদ্ধি করার লক্ষ্য় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল নির্বাচন কমিশন ৷ শুক্রবার নয়াদিল্লিতে কমিশনের সদর দফতরে ওই বৈঠক হয় ৷ বৈঠকে বিহার ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি রাজ্য়ের জেলা নির্বাচন আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন বড় বড় শহরের মিউনিসিপ্যাল কমিশনাররা ৷
গ্রামীণ বা শহরাঞ্চলে ভোটাররা কেন বুথমুখো হন না, কী করলে ভোটারদের আরও বেশি করে বুথে টেনে নিয়ে আসা যাবে, সেটাই আলোচনা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ৷ এই নিয়ে একটি বুকলেটও এ দিন কমিশনের তরফে প্রকাশ করা হয় ৷
বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, দেশের 266টি সংসদীয় এলাকায় ভোটদানের হার বেশ কম থাকে ৷ এর মধ্য়ে 215টি কেন্দ্র গ্রামীণ ভারতে অবস্থিত ৷ আর 51টি কেন্দ্র শহরের ৷ এই এলাকাগুলিতে তিনি বিশেষ নজর দেওয়ার কথা বলেন ৷ তিনি জানান, এর জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে হবে ৷ প্রয়োজনে স্থানীয় আইকনদের প্রচারে নামাতে হবে ৷ বুথে যাতে দীর্ঘলাইন না হয়, সেই ব্যবস্থা করতে হবে ৷ বুথের বাইরে ছাউনির ব্যবস্থা করতে হবে ৷ প্রয়োজনে পার্কিংয়ের সুবিধা রাখতে হবে ৷
পাশাপাশি তিনি জানান যে এই সমস্যা মোকাবিলায় গ্রামে ও শহরে আলাদা কৌশল নিতে হবে ৷ কারণ, একই কৌশলে সর্বত্র এই সমস্যার সমাধান করা যাবে না ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে 297 মিলিয়ন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেননি ৷ সেটা কমিশনের কাছে বেশ উদ্বেগজনক ৷ গত 16 মার্চ ভোট ঘোষণার সময়ও কমিশনের তরফে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ এই বিষয়টিকে কমিশন গুরুত্ব দিয়ে দেখছে বলেও সেদিন জানানো হয়েছিল ৷
আরও পড়ুন: