ETV Bharat / state

এখনও ফেরার! রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে চতুর্থবার তলব ইডি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 10:50 PM IST

ED summons Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে ফের তলব ইডি'র ৷ এদিকে 5 জানুয়ারি ইডি হানা দেওয়ার পর থেকে এখনও শেখ শাহাজাহানকে পাওয়া যায়নি ৷ এখনও তিনি ফেরার ৷

ETV Bharat
সন্দেশখালির শেখ শাহজাহানকে তলব ইডির

কলকাতা, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে চতুর্থ বারের জন্য নোটিশ পাঠাল ইডি ৷ সল্টলেক সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দিল্লি সদর দফতরের গোয়েন্দাদের সঙ্গে কথা বলার পরেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহানকে ই-মেল মারফত সমনের নোটিশ দিয়েছে ৷

নোটিশে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যে যেন শেখ শাহজাহান কলকাতায় ইডির সল্টলেক সিজিও কমপ্লেক্সের অফিসে হাজিরা দেয় ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট সূত্রের খবর, শেখ শাহজাহানের যে ক'টি মোবাইল নম্বর তাদের কাছে আছে, সেই নম্বরগুলিতে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা চালালেও শাহজাহানকে পাওয়া যায়নি ৷ এরপরই চতুর্থ বারের জন্য শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি কাণ্ডে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ তবে কোথায় শেখ শাহজাহান, তা জানা নেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের ৷

রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান এবং রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেই অনুযায়ী গত 5 জানুয়ারি সকালে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালি ন্যাজাট থানার অন্তর্গত শেখ শাহজাহানের বাড়িতে হাজির হন ৷ সেখানে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ৷ শেষে তার বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা করেন তদন্তকারীরা ৷ তাদের অভিযোগ সেই সময়ে বেশ কিছু দুষ্কৃতী তাঁদের উপর চড়া হয় ৷ তাঁদের মারধরও করে ৷ পাশাপাশি, ছিনিয়ে নেওয়া হয় তাঁদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি এবং একটি মোবাইল ফোন ৷

এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং বসিরহাট জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে হয় ৷ এই ঘটনার 47 দিন পর বুধবার শেখ শাহজাহানের এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি দেখতে খোদ ঘটনাস্থলে হাজির হন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার ৷ সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তারা ৷ রাতে সেখানে গোপন অভিযান চালান রাজীব কুমার ৷ এতসব করার পরেও শেখ শাহজাহানের নাগাল পর্যন্ত পাননি তদন্তকারীরা ৷ এর মধ্যে চতুর্থ বার রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ আদৌ কি শেখ শাহজাহান তাদের নোটিশের উত্তর দেবেন অথবা ইডির জিজ্ঞাসাবাদে সম্মুখীন হবেন? সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুন:

  1. 'যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা গ্রেফতার হবে'; শাহজাহানের ডেরায় ঢুকে বললেন ডিজি
  2. মুছল শাহজাহানের নাম, সন্দেশখালির খেলার মাঠ দখলমুক্ত করে গ্রামবাসীদের ফেরাল পুলিশ
  3. শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.