ETV Bharat / state

ভোটের আগে উত্তরবঙ্গের 3 জেলার সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের - Lok Sabha Election 2024

ECI Meeting Before 1st Phase Election: প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ৷ ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 10:24 PM IST

Election Commission of India , নির্বাচন কমিশন
Etv Bharat

কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল দেশ-সহ রাজ্যে প্রথম পর্বের লোকসভা নির্বাচন । আর তার আগেই আগামী 13 এপ্রিল শনিবার উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । আর মাত্র ক'টা দিন আর তারপরেই 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন । আর তার আগেই ওই তিন জেলায় নির্বাচনী প্রস্তুতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে ।

জানা গিয়েছে যে, ওই বৈঠকে থাকতে পারেন নির্বাচন কমিশনের কমিশনার পর্যায়ের আধিকারিকরা । 277 কোম্পানি বাহিনীকে কোথায় কীভাবে মোতায়েন করা হবে এবং ওই তিন জেলায় কত কোম্পানি মোতায়ন করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে । তার পাশাপাশি ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি এই তিন কেন্দ্রের জেলাশাসক তথা ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । বৈঠকে থাকতে বলা হয়েছে ওই তিন কেন্দ্রের রিটার্নিং অফিসারদেরও ।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে যে, রাজ্যে আপাতত যে 177 কোম্পানি বাহিনী রয়েছে তার মধ্যে 17 কোম্পানি বাহিনী দুই 24 পরগনা ও কলকাতায় থাকবে । বাকি 160 কোম্পানি বাহিনী পাঠানো হতে পারে উত্তরবঙ্গে । পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিলের মধ্যে রাজ্যে চলে আসছে আরও 100 কোম্পানি বাহিনী । এই 100 কোম্পানি রাজ্যে প্রবেশ করেই সোজা চলে যাবে প্রথম দফা নির্বাচনের তিন কেন্দ্রে ।

আরও পড়ুন :

  1. হুমকির জের, নির্বাচন কমিশনার রাজীব কুমারকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র
  2. শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের

কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল দেশ-সহ রাজ্যে প্রথম পর্বের লোকসভা নির্বাচন । আর তার আগেই আগামী 13 এপ্রিল শনিবার উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । আর মাত্র ক'টা দিন আর তারপরেই 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন । আর তার আগেই ওই তিন জেলায় নির্বাচনী প্রস্তুতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন । বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে ।

জানা গিয়েছে যে, ওই বৈঠকে থাকতে পারেন নির্বাচন কমিশনের কমিশনার পর্যায়ের আধিকারিকরা । 277 কোম্পানি বাহিনীকে কোথায় কীভাবে মোতায়েন করা হবে এবং ওই তিন জেলায় কত কোম্পানি মোতায়ন করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে । তার পাশাপাশি ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি এই তিন কেন্দ্রের জেলাশাসক তথা ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । বৈঠকে থাকতে বলা হয়েছে ওই তিন কেন্দ্রের রিটার্নিং অফিসারদেরও ।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে যে, রাজ্যে আপাতত যে 177 কোম্পানি বাহিনী রয়েছে তার মধ্যে 17 কোম্পানি বাহিনী দুই 24 পরগনা ও কলকাতায় থাকবে । বাকি 160 কোম্পানি বাহিনী পাঠানো হতে পারে উত্তরবঙ্গে । পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিলের মধ্যে রাজ্যে চলে আসছে আরও 100 কোম্পানি বাহিনী । এই 100 কোম্পানি রাজ্যে প্রবেশ করেই সোজা চলে যাবে প্রথম দফা নির্বাচনের তিন কেন্দ্রে ।

আরও পড়ুন :

  1. হুমকির জের, নির্বাচন কমিশনার রাজীব কুমারকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র
  2. শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.