ETV Bharat / state

শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ তার পর আরও ছয় দফায় ভোট নেওয়া হবে ৷ এই ভোট পর্বে শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 3:45 PM IST

ECI
ECI

কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল সারা দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । গণতন্ত্রের মহোৎসব । তাই যাতে এই মহোৎসব থেকে কেউ বাদ না পড়েন, সেই বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । সেই কারণে বয়স্ক ভোটারদের জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কমিশন ৷ কোভিড অতিমারীর সময় এই ব্যবস্থা চালু হয়েছিল ৷ 80 বছরের থেকে বেশি বয়সীদের বাড়ি গিয়ে ভোট নিয়ে আসছিল কমিশন ৷ অতিমারীর পরিস্থিতি কেটে যাওয়ার পরও সেই ব্যবস্থা বহাল রাখা হয়েছে কমিশনের তরফে ৷ তবে এখন এই সুবিধা পেতে ভোটারের ন্যূনতম বয়স 85 হতে হবে ৷ আর এটাই প্রথম লোকসভা নির্বাচন, যেখানে এই সুবিধা পাওয়া যাচ্ছে ৷

পশ্চিমবঙ্গে ইতিমধ্য়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হয়েছে ৷ বাংলাতে শুধু 85 বছরের বেশি নয়, শতায়ু ভোটারও অনেক রয়েছেন ৷ রাজ্যে সবচেয়ে বেশি শতায়ু ভোটার রয়েছেন রায়গঞ্জ লোকসভায় । মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে, শুধু 100 বছর নয়, বরং 101 বছরের একাধিক মানুষ ভোট দেবেন রায়গঞ্জে । এই কেন্দ্রে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ৷

কমিশনের তরফে আরও জানা গিয়েছে, রাজ্যে মোট 3541 জন ভোটার রয়েছেন, যাঁদের বয়স 101 বছর বা তার বেশি । শুধু তাই নয়, তালিকায় 110 বছরেরও বেশি বয়সের ভোটার রয়েছেন । এঁদের মধ্যে 309 জন ভোটার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাসিন্দা । পাশাপাশি সংখ্যার দিক থেকে দেখতে গেলে সবচেয়ে কম শতায়ু ভোটার রয়েছেন কলকাতা উত্তর লোকসভা আসেন । সেখানে মাত্র 11 জন শতায়ু ভোটার রয়েছেন । রাজ্যের মোট ভোটারের সংখ্যা প্রায় 7 কোটি 59 লক্ষ । এই সংখ্যার মধ্যে 85 বছর ও তার বেশি ভোটারের সংখ্যা প্রায় 4 লক্ষ 78 হাজার 719 জন । পাশাপাশি 18 থেকে 19 বছর বা প্রথম ভোটারের সংখ্যা প্রায় 15 লক্ষ 24 হাজার 985 জন ।

প্রসঙ্গত, শুধু তথ্য থাকলেই হবে না, ব্লক লেভেল অফিসারদের প্রতিদিন ভোটার তালিকার দিকে নজর রাখতে হচ্ছে । বিশেষ করে প্রবীণ ভোটারের স্বাস্থ্যের খোঁজ নিতে হচ্ছে প্রায় প্রতিদিনই । কারণ, জাতীয় নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা অনুসারে, প্রত্যেক পর্বে পরিমার্জিত ভোটার তালিকা অনুযায়ী ভোট হবে । মনোনয়নপত্র জমা হওয়ার শেষ দিন পর্যন্ত প্রতি কেন্দ্রে ভোটারের সংখ্যা যা দাঁড়াবে, সেই সংখ্যা অনুযায়ী ভোট হবে । তাই প্রবীণ ও শতায়ু ভোটারের ক্ষেত্রে বিশেষ নজর রয়েছে কমিশনের । যদি কোনও অঘটন ঘটে যায়, সেই ক্ষেত্রে আর নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় ৷ সেই পরিস্থিতিতে ভোটের দিন আপডেটেড একটি ভোটার তালিকা বুথের প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. কড়া নিরাপত্তা! প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  2. ভোটারদের বুথমুখো করার কৌশল নির্ধারণে কমিশনের বিশেষ বৈঠক
  3. দূরদর্শন-রেডিয়োতে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির জন্য সময় বরাদ্দ কমিশনের

কলকাতা, 9 এপ্রিল: আগামী 19 এপ্রিল সারা দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । গণতন্ত্রের মহোৎসব । তাই যাতে এই মহোৎসব থেকে কেউ বাদ না পড়েন, সেই বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । সেই কারণে বয়স্ক ভোটারদের জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কমিশন ৷ কোভিড অতিমারীর সময় এই ব্যবস্থা চালু হয়েছিল ৷ 80 বছরের থেকে বেশি বয়সীদের বাড়ি গিয়ে ভোট নিয়ে আসছিল কমিশন ৷ অতিমারীর পরিস্থিতি কেটে যাওয়ার পরও সেই ব্যবস্থা বহাল রাখা হয়েছে কমিশনের তরফে ৷ তবে এখন এই সুবিধা পেতে ভোটারের ন্যূনতম বয়স 85 হতে হবে ৷ আর এটাই প্রথম লোকসভা নির্বাচন, যেখানে এই সুবিধা পাওয়া যাচ্ছে ৷

পশ্চিমবঙ্গে ইতিমধ্য়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হয়েছে ৷ বাংলাতে শুধু 85 বছরের বেশি নয়, শতায়ু ভোটারও অনেক রয়েছেন ৷ রাজ্যে সবচেয়ে বেশি শতায়ু ভোটার রয়েছেন রায়গঞ্জ লোকসভায় । মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে, শুধু 100 বছর নয়, বরং 101 বছরের একাধিক মানুষ ভোট দেবেন রায়গঞ্জে । এই কেন্দ্রে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ৷

কমিশনের তরফে আরও জানা গিয়েছে, রাজ্যে মোট 3541 জন ভোটার রয়েছেন, যাঁদের বয়স 101 বছর বা তার বেশি । শুধু তাই নয়, তালিকায় 110 বছরেরও বেশি বয়সের ভোটার রয়েছেন । এঁদের মধ্যে 309 জন ভোটার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাসিন্দা । পাশাপাশি সংখ্যার দিক থেকে দেখতে গেলে সবচেয়ে কম শতায়ু ভোটার রয়েছেন কলকাতা উত্তর লোকসভা আসেন । সেখানে মাত্র 11 জন শতায়ু ভোটার রয়েছেন । রাজ্যের মোট ভোটারের সংখ্যা প্রায় 7 কোটি 59 লক্ষ । এই সংখ্যার মধ্যে 85 বছর ও তার বেশি ভোটারের সংখ্যা প্রায় 4 লক্ষ 78 হাজার 719 জন । পাশাপাশি 18 থেকে 19 বছর বা প্রথম ভোটারের সংখ্যা প্রায় 15 লক্ষ 24 হাজার 985 জন ।

প্রসঙ্গত, শুধু তথ্য থাকলেই হবে না, ব্লক লেভেল অফিসারদের প্রতিদিন ভোটার তালিকার দিকে নজর রাখতে হচ্ছে । বিশেষ করে প্রবীণ ভোটারের স্বাস্থ্যের খোঁজ নিতে হচ্ছে প্রায় প্রতিদিনই । কারণ, জাতীয় নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা অনুসারে, প্রত্যেক পর্বে পরিমার্জিত ভোটার তালিকা অনুযায়ী ভোট হবে । মনোনয়নপত্র জমা হওয়ার শেষ দিন পর্যন্ত প্রতি কেন্দ্রে ভোটারের সংখ্যা যা দাঁড়াবে, সেই সংখ্যা অনুযায়ী ভোট হবে । তাই প্রবীণ ও শতায়ু ভোটারের ক্ষেত্রে বিশেষ নজর রয়েছে কমিশনের । যদি কোনও অঘটন ঘটে যায়, সেই ক্ষেত্রে আর নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় ৷ সেই পরিস্থিতিতে ভোটের দিন আপডেটেড একটি ভোটার তালিকা বুথের প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. কড়া নিরাপত্তা! প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  2. ভোটারদের বুথমুখো করার কৌশল নির্ধারণে কমিশনের বিশেষ বৈঠক
  3. দূরদর্শন-রেডিয়োতে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির জন্য সময় বরাদ্দ কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.