ETV Bharat / state

চোপড়ার শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা রাজ্যের, বাউড়ি-বাগদি-আদিবাসী বোর্ডকেও সাহায্য মুখ্যমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 10:05 PM IST

ETV Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee announces ex-gratia for Chopra Child Death: গত 12 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি ধসে 4 শিশুর মৃত্যু হয় ৷ এই ঘটনায় রাজ্য সরকার আর্থিক সাহায্য করবে বলে ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী ৷ এছাড়া বাউড়ি, বাগদি, আদিবাসী বোর্ডকেও সাহায্যের কথা জানিয়েছেন তিনি ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি: আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বাউড়ি, বাগদি ও আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন ৷ বৃহস্পতিবার আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেন ৷

গত 12 ফেব্রুয়ারি চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে রাজভবনেও স্মারকলিপিও দিয়েছে তৃণমূল ৷ এই ইস্যুটি খতিয়ে দেখতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপর আজ চোপড়ার ঘটনায় মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ ৷

এদিকে আজ আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বিকেল 4টে থেকে বৈঠক শুরু হয়ে চলে প্রায় 1 ঘণ্টা 20 মিনিট ৷ এই বৈঠকে আদিবাসীদের সমস্যা, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন মমতা ৷ এই বৈঠকে রাজ্য সরকার বিভিন্ন সময় আদিবাসী ও জনজাতিদের জন্য কী কী কাজ করেছে, তার পরিসংখ্যানও তুলে ধরা হয় ৷

সেখানে আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকে বিভিন্ন অসুবিধের কথাও মুখ্যমন্ত্রীকে জানানো হয় ৷ এদিন এই বৈঠকে বাউড়ি ও বাগদি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অভিযোগ করা হয়, 2021 সালের পর রাজ্য সরকারের তরফ থেকে তাদের উন্নয়নের কাজ করার জন্য টাকা দেওয়া হয়নি ৷ ফলে পিছিয়ে পড়া এই সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে ৷

এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাউড়ি বোর্ডের জন্য 5 কোটি টাকা দেওয়া হবে ৷ একই সঙ্গে তিনি বাগদি বোর্ডকে টাকা দেওয়ার কথাও বলেন ৷ আর আদিবাসী বোর্ডকে 2 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ আগামী সপ্তাহে জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা ভোটের আগে এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন:

  1. 'বিডিওদের ঘুম এবার ভাঙাতে হবে', আদিবাসী সংগঠনের অভিযোগে ক্ষুব্ধ মমতা
  2. রাজনৈতিক দলের নেতা-সহ সন্দেশখালিতে 23টির বেশি অভিযোগ জমা জাতীয় এসটি কমিশনের কাছে
  3. আদিবাসী তরুণীর উপর পুলিশি বর্বরতা, জাতীয় এসটি কমিশনকে চিঠি পুরুলিয়ার সাংসদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.