ETV Bharat / state

মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সেই চলছে কলকাতার চার মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক - BLOOD BANK non renewal of license

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 2:22 PM IST

Blood Bank License Expiry: কলকাতা তথা রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি ব্লাড ব্যাঙ্কের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ লাইসেন্স ছাড়াই চলছে ব্লাড ব্যাঙ্কগুলি ৷ এর জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশন মেডিক্যাল কর্তৃপক্ষগুলিকে বিশাল টাকার জরিমানা করেছে ৷

Blood Bank running without license
সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের লাইসেন্সের মেয়াদ শেষ (ফাইল চিত্র)

মালদা, 17 মে: অনুমোদন ছাড়াই চলছে ব্লাড ব্যাঙ্ক ৷ খোদ সরকারি হাসপাতালগুলিতে ধরা পড়েছে এই ছবি ৷ সেই তালিকায় রয়েছে এসএসকেএম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মতো প্রথম সারির সরকারি হাসপাতালগুলি ৷ তালিকা থেকে বাদ পড়েনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এক কিংবা দু’দিন নয়, তিন বছর আগে এই হাসপাতালগুলিতে থাকা ব্লাড ব্যাঙ্কের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷

সম্প্রতি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রতিনিধিরা রাজ্যের মেডিক্যালগুলির কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ৷ তাতেই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য ৷ ঘটনার কথা স্বীকার করেছেন খোদ রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ তিনি বলেন, "আমরা ইতিমধ্যে রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তাদের ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স পুনর্নবীকরণ করে নেওয়ার নির্দেশ দিয়েছি ৷"

মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন সম্প্রতি তিনটি বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করে ৷ বিষয়গুলির মধ্যে ছিল ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স, দেহ দান ও চিকিৎসকদের অনুপস্থিতি ৷ বৈঠকে এই তিনটি বিষয় নিয়ে অধিকাংশ মেডিক্যাল কর্তৃপক্ষই কমিশনের কাছে সঠিক তথ্য পেশ করতে পারেনি ৷ এতে অসন্তোষ প্রকাশ করেন কমিশনের প্রতিনিধিরা ৷ কিন্তু রাজ্যের একাধিক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ জেনে কার্যত তাঁরা স্তম্ভিত হয়ে যান ৷ এনিয়ে কড়া পদক্ষেপ করেছে কমিশন ৷ ব্লাড ব্যাঙ্কের মেয়াদ উত্তীর্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে প্রতি দু’মাসের জন্য 20 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে ৷

বিষয়টি স্বীকার করে মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর বলেন, "সম্প্রতি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রতিনিধিরা এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন ৷ তাঁরা এখানকার যাবতীয় তথ্য নিয়ে গিয়েছেন ৷ মালদা মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের লাইসেন্সের মেয়াদ তিন বছর আগে উত্তীর্ণ হয়েছে ৷ আমরা পুনর্নবীকরণের জন্য আবেদন জানিয়েছি ৷ তবে এই ব্লাড ব্যাঙ্কে কিছু সমস্যাও রয়েছে ৷ বিশেষত পরিকাঠামোগত সমস্যা ৷ এখানে পর্যাপ্ত কর্মী নেই ৷ এসব কারণে ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স সময়মতো পুনর্নবীকরণ করা সম্ভব হচ্ছে না ৷ কমিশনের প্রতিনিধি দলকে আমরা সবকিছু জানিয়েছি ৷ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি ৷ যাতে আগামীতে এই ভুল না হয়, তার জন্যই ন্যাশনাল মেডিক্যাল কমিশন লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া মেডিক্যালগুলিকে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ৷"

ব্লাড ব্যাঙ্ক চালাতে কী কী দরকার ?

এই প্রসঙ্গে মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, “যে কোনও ব্লাড ব্যাঙ্কের জন্য ড্রাগ লাইসেন্স, মেডিক্যাল কলেজের ট্রেনিং এবং এস্টাবলিশমেন্ট লাইসেন্স সবার আগে প্রয়োজন ৷ এরপর আসে ভবনের মাপ, যন্ত্রপাতি, প্রশিক্ষিত কর্মী, মেডিক্যাল অফিসারের মতো বিষয় ৷ গোটা বিষয়টি ড্রাগ কন্ট্রোল ইউনিটের নিয়ন্ত্রণাধীন ৷ মালদা মেডিক্যালের ব্লাড ব্য়াঙ্কের ক্ষেত্রেও এসব মেনে চলতে হয় ৷ তবে মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের কর্মবিধি বিশাল ৷ এখানে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, ব্লাড সেপারেশন ইউনিট, ব্যাঙ্কে মজুত রক্তের অনুপাতে ভবনের আয়তন, যন্ত্রপাতির বর্তমান পরিস্থিতি, এমনকী চতুর্থ শ্রেণির কর্মীর সংখ্যাও লাইসেন্সের জন্য খতিয়ে দেখা হয় ৷ মেডিক্যাল কর্তৃপক্ষ এসব খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করে কলকাতায় পাঠায় ৷ পরবর্তীতে কলকাতা থেকে ইনস্পেকশন টিম মেডিক্যালে এসে সবকিছু পর্যবেক্ষণ করে ৷ কোনও খামতি থাকলে তা পূরণের ব্যবস্থা করা হয় ৷ তারপরেই লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন জানানো হয় ৷ তবে মালদা মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স পুনর্নবীকরণ তিন বছর ধরে কেন হয়নি, তা কর্তৃপক্ষই বলতে পারবে ৷"

আরও পড়ুন:

  1. অঙ্গদানে নজির, রাজ্যের প্রথম সরকারি হাসপাতালে একসঙ্গে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন
  2. 2,200 কোটি টাকায় মালিকানা বদল আমরির, জোর ক্যানসার-প্রতিস্থাপন বিভাগে
  3. জেলা হাসপাতালে প্রথমবার অর্থ্রোস্কপি সার্জারি, খেলোয়াড়ের লিগামেন্ট জুড়লেন চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.