ETV Bharat / state

2,200 কোটি টাকায় মালিকানা বদল আমরির, জোর ক্যানসার-প্রতিস্থাপন বিভাগে - AMRI Brand Integration

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:56 PM IST

AMRI Hospitals: বিনিয়োগ শুরু হয়েছিল সেপ্টেম্বরে ৷ মঙ্গলবার হাত বদল হল কলকাতার আমরি হাসপাতালের তিনটি ইউনিটের ৷ সাংবাদিক রোগীদের জন্য থাকছে বিশেষ সুবিধা ৷

AMRI Hospitals
আমরি হাসপাতাল (নিজস্ব চিত্র)

কলকাতা, 14 মে: বিনিয়োগের ঘোষণা আগেই হয়ে গিয়েছিল ৷ আজ মঙ্গলবার কলকাতার আমরি হাসপাতালের তিনটি ইউনিট অধিগ্রহণ করল একটি বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক ৷ শীঘ্রই এখানে যকৃত প্রতিস্থাপন শুরু করার পরিকল্পনা রয়েছে বলেছে জানিয়েছেন এক কর্মকর্তা ৷

শহরের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম আমরি ৷ কলকাতায় এই হাসপাতালের তিনটি ইউনিট রয়েছে ৷ গত সেপ্টেম্বরে আমরির ঢাকুরিয়া, মুকুন্দপুর এবং সল্টলেকে অবস্থিত তিনটি ইউনিট অধিগ্রহণে মোট 2 হাজার 200 কোটি টাকা বিনিয়োগ করে ওই বেসরকারি সংস্থা ৷ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সংস্থার এমডি তথা সিইও দিলীপ জোশ ৷

বুধবার থেকে তিনটি ইউনিটেই পরিষেবার মান অধিগ্রহণকারী বেসরকারি সংস্থার মতোই উন্নত হবে ৷ এমডি আরও বলেন,"আমরা এখানে কিডনি প্রতিস্থাপন করি ৷ এখন আমরা যকৃত প্রতিস্থাপন শুরু করার পরিকল্পনা করছি ৷" সংস্থার চেয়ারম্যান ডাঃ এইচ সুদর্শন বল্লাল জানান, এটি দেশের পূর্বাঞ্চলের লোকেদের বেঙ্গালুরুর মতো দূরে যাওয়ার পরিবর্তে বাড়ির কাছাকাছি চিকিৎসা পরিষেবা পেতে সহায়তা করবে ।

শহরে এর সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে জোস বলেছিলেন যে, তারা শহরের রাজারহাট এলাকায় একটি 350 শয্যা বিশিষ্ট একটি গ্রিনফিল্ড হাসপাতাল তৈরি করছে । কলকাতাভিত্তিক হাসপাতাল চেন মেডিকা সিনার্জির দখল নিতে খুব বেশি সময় লাগবে না ।

লিভার প্রতিস্থাপনের উপর নজর দেওয়ার পাশাপাশি একটি কার্ডও নিয়ে এসেছেন তাঁরা । যেখানে বেশ কিছু ছাড় পাবে সাংবাদিক রোগীরা । মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানান সংস্থার চেয়ারম্যান ডাঃ এইচ সুদর্শন বল্লাল এবং সিইও দিলীপ জোশ । তাঁদের কথায়, পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি 15 থেকে 20 শতাংশ রোগী বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা করান । তাই সেখানেও এখন বাংলায় সাইনবোর্ড রাখা হচ্ছে । সেজন্য পূর্ব ভারতে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন ।

এর পাশাপাশি সকল সাংবাদিকদের জন্য তাঁরা একটি কার্ড নিয়ে এসেছে । যেখানে বেশ কিছু সুবিধা রয়েছে । সেই সুবিধা হল, যখন কেউ ডাক্তার দেখাতে আসবেন এবং সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রা সাউন্ড স্ক্যান ও এক্সরে করাতে আসবেন তখন 25 শতাংশ ছাড় পাবেন । হাসপাতাল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে বাড়ি থাকলে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন । প্রথম পরিষেবার সময় এই কার্ডটি পাবেন সকল সাংবাদিকরা । তবে এই কার্ডের সময়সীমা হল কার্ডটি গ্রহণ করার দিন থেকে দু'বছর ।

এর আগে আরও এক বেসরকারি হাসপাতাল কলম্বিয়া এশিয়াকেও নিজেদের আওতায় এনেছিল এই সংস্থা । এছাড়াও আগামী দিনে আরও বেশ কিছু বেসরকারি হাসপাতালকেও তাদের আওতায় আনা হবে বলে জানিয়েছে ওই সংস্থা ৷ তবে আমরি আজ থেকে ওই সংস্থার হলেও সেখানকার সব কিছুই এক থাকছে । বদল আসছে শুধু নামে । ক্যানসার ও প্রতিস্থাপন সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য সব রোগেরই চিকিৎসা হবে । হাসপাতালে থাকবে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্র ।

আরও পড়ুন :

  1. পেটে ফাটছে 'বোমা', দু'জায়গা থেকে রক্ত বইছে শরীরে; বিরল অস্ত্রোপচার শহরে
  2. আসানসোলে বিশ্বমানের মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোম, হবে রোবটিক সার্জারি
  3. জেলা হাসপাতালে প্রথমবার অর্থ্রোস্কপি সার্জারি, খেলোয়াড়ের লিগামেন্ট জুড়লেন চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.