ETV Bharat / state

ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই, খতিয়ে দেখল হামলার ভিডিয়ো ফুটেজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 8:00 PM IST

CBI in Sandeshkhali: ইডির উপর হামলার ঘটনার তদন্তে ফের সন্দেশখালিতে গেলেন সিবিআই আধিকারিকরা ৷ রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে তাঁরা খতিয়ে দেখলেন হামলার ভিডিয়ো ফুটেজ ৷

ETV BHARAT
ETV BHARAT

সন্দেশখালি, 11 মার্চ: ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে গেল সিবিআইয়ের তদন্তকারী দল । সোমবার বিকেলে হামলার তথ্য সংগ্রহে সিবিআইয়ের কয়েকজন আধিকারিক পৌঁছে যান ন‍্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । সূত্রের খবর, ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে হামলার ঘটনার বিষয়ে খোঁজখবর নেন কেন্দ্রীয় তদন্তকারীরা । খতিয়ে দেখা হয় হামলার ভিডিয়ো ফুটেজও । বেশ কিছুক্ষণ ওই পুলিশ ফাঁড়িতে ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা । এরপর তাঁরা পুলিশকে সঙ্গে নিয়ে সরবেড়িয়ায় শাহজাহান ঘনিষ্ঠ আরও দু'জনের বাড়িতে তলবের নোটিশ দিয়ে আসেন বলে জানা যায় ।

সিবিআইয়ের অনুমান, ইডির উপর হামলার ঘটনায় এঁদেরও যোগ রয়েছে । তাই এই দু'জনকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা । সেই কারণেই তলবের নোটিশ দেওয়া হয় শাহজাহান ঘনিষ্ঠ দু'জনের বাড়িতে গিয়ে । রবিবার রাতেও সরবেড়িয়ার বাসিন্দা এই দু'জনের বাড়িতে সিবিআইয়ের একটি দল গিয়েছিল নোটিশ পৌঁছে দিতে । কিন্তু,বারবার ডাকাডাকি করার পরও সাড়া মেলেনি পরিবারের কারও । একপ্রকার খালি হাতেই সেখান থেকে ফিরে আসতে হয় সিবিআইয়ের আধিকারিকদের । তাই সোমবার নিজেরাই উদ্যোগ নিয়ে তাঁরা শরনাপন্ন হন পুলিশের ।

ইতিমধ্যে ইডির উপর হামলার ভিডিয়ো ফুটেজ হাতে এসেছে সিবিআইয়ের । সেই ভিডিয়ো ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজও করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই মতো নোটিশ দিয়ে শাহজাহান ঘনিষ্ঠদের একে একে তলব করা শুরু হয়েছে । সোমবারই হামলা-কাণ্ডে শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা । তলব করা হয়েছে শেখ শাহজাহানের পরিবারের কয়েকজন সদস্যকেও । সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়া তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন সরবেড়িয়া-আগরহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লাও । সেই জিজ্ঞাসাবাদের মধ্যেই সোমবার বিকেলে সিবিআইয়ের তদন্তকারী দলের ফের সন্দেশখালিতে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

প্রসঙ্গত, গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে । সেদিন শাহজাহান বাহিনীর হামলায় রক্তাক্ত হন ইডির কয়েকজন আধিকারিক । রীতিমতো প্রাণ হাতে নিয়ে কোনও রকমে পালিয়ে বাঁচেন ইডির তদন্তকারীরা । সেই ঘটনার প্রেক্ষিতে ন‍্যাজাট থানায় পৃথক তিনটি মামলা রুজু হয় । একটি শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে, অপর দুটির মধ্যে পুলিশের একটি স্বতঃপ্রণোদিত মামলা এবং হামলার অভিযোগের ভিত্তিতে ইডির করা অন্য একটি মামলা রয়েছে । শেষ দুটি মামলার তদন্ত করতেই সিবিআই এখন তৎপর হয়ে উঠেছে । মামলার গতি-প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে বারবার তাঁদের হানা দিতে হচ্ছে সন্দেশখালিতে । উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারে ইডির উপর হামলাকারীদের চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা, যা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির বিচার চাইতে এবিভিপির উত্তরকন্যা অভিযান, পুলিশের লাঠিপেটা ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে
  2. তালিবানি কায়দায় সন্দেশখালিতে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী নাকভির
  3. তৃণমূলের উৎখাত সূচনা হবে সন্দেশখালি থেকে, হুঁশিয়ারি সুকান্তর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.