সন্দেশখালি, 10 মার্চ: তৃণমূলের উৎখাত হবে সন্দেশখালির মা-বোনদের হাতে ৷ নির্বাচনী আবহে সন্দেশখালির জনসভা থেকে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানের নেতৃত্ব মহিলাদের উপর নির্যাতন ও জমি দখলের যে অভিযোগ উঠেছে ৷ তার প্রেক্ষিতে এদিন সুকান্ত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর কাছে চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষদের সম্মান যতটা বড় ৷ আমার সন্দেশখালির মা-বোনদের সম্মান আরও বড় ৷"
কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ সন্দেশখালিতে জনসভা করে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ মূলত তৃণমূলের ব্রিগেডের 'জনগর্জন' সভার পালটা হিসেবেই সন্দেশখালিতে জনসভা করার সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ সেই মঞ্চ থেকে রাজ্য বিজেপির সভাপতি স্পষ্ট করে দিলেন, আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের লড়াইয়ের ইস্যু নারী নির্যাতন ৷ আর তার প্রাণকেন্দ্র হতে চলেছে সন্দেশখালি ৷
আর তাই সুকান্ত মজুমদার বলেন, "সন্দেশখালির নির্যাতিত মা-বোনদের পাশে শুধু রাজ্য বিজেপি নয় ৷ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী রয়েছেন ৷ আমাদের কাছে এখানকার মা-বোনেরা অভিযোগ করেছেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে ৷ আমি বলছি, আপনাদের ভয়ের কিছু নেই ৷ প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছেন ৷ তিনি আপনাদের দুঃখ-কষ্টের কথা বোঝেন ৷ আপনারা সুবিচার পাবেন ৷ আর মহিলাদের উপর অত্যাচার চালানো তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করবে সন্দেশখালির তথা বাংলার মা-বোনেরা ৷"
এই প্রসঙ্গে মমতাকেও নিশানা করেন সুকান্ত ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী ৷ আপনার লজ্জা করে না ৷ আপনাকে কেউ দিদি বলে পিসি বলে ৷ আর আপনি বাংলার মহিলাদের সম্মান রক্ষা করতে পারেন না ৷ আপনার কাছে চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নীদের সম্মানটাই বড়, আর আমাদের সন্দেশখালির মা-বোনদের সম্মানের দাম নেই ? আপনার কাছে চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষদের সম্মান যতটা বড় ৷ আমার সন্দেশখালির মা-বোনদের সম্মান আরও বড় ৷"
শেখ শাহজাহানকে নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করেন সুকান্ত ৷ তিনি বলেন, "যেদিন পুলিশের নিরাপত্তায় আদালতে যাচ্ছিল, সেদিন ভিক্ট্রি সাইন দেখাচ্ছিল ৷ মনে হচ্ছিল অলিম্পিকে সোনা জিতেছে ৷ আর যখন সিবিআই ধরে নিয়ে গেল, তখন ছাল উঠে যাওয়া 'ঘেও কুকুরের' মতো দেখাচ্ছিল ৷" এই প্রসঙ্গে, দক্ষিণ 24 পরগনার তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গির, বিধায়ক শওকত মোল্লা ও মিনাখার আয়ুব গাজিদের নাম নিয়ে সতর্ক করলেন সুকান্ত ৷ তাঁর হুঁশিয়ারি, শেখ শাহজাহানের পর, এবার জাহাঙ্গির, শওকত মোল্লা ও মিনাখার আয়ুব গাজিদের পালা ৷
আরও পড়ুন: