কলকাতা, 7 মার্চ: লোকসভা নির্বাচনের আগে জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট পদে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা ৷ স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির কথা ভেবে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ছাড়পত্র ৷
বহু ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসক না-থাকার জন্য আপৎকালীন সময়ে হাসপাতালে এসে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ অনেক সময় এই পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা তৈরি হতে দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতি সামাল দিতেই নতুন করে একটি পদ তৈরি করা হয় রাজ্য মন্ত্রিসভায় ৷
এই জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট হবেন সিনিয়র নার্সরা ৷ তাঁরা চিকিৎসকের সহযোগী হিসাবে কাজ করবেন ৷ বিভিন্ন সময়ে চিকিৎসকের অনুপস্থিতিতে মূমুর্ষূ রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সহায়ক ভূমিকা নেবেন ৷ তবে সিনিয়র নার্সরা যেহেতু চিকিৎসক নন, তাই প্রেসক্রিপশন করতে পারবেন না ৷ দিতে পারবেন না জন্ম-মৃত্যুর শংসাপত্রও ৷ কিন্তু জরুরি সময়ে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ৷ আর এর ফলে চিকিৎসক নেই, এমন অছিলায় হাসপাতালে রোগী ফেলে রাখা যাবে না ৷
এই বিষয়ে নার্স সংগঠন নার্সেস ইউনিটির সচিব ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের তরফ থেকে জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট সম্পর্কে যা বলা হচ্ছে, সেই বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে ৷ আমরাও বিষয়টি জানি না ৷ নতুন যে পদটির কথা বলা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে সেই পদটির অস্তিত্ব না থাকলেও প্রত্যেক সরকারি হাসপাতালে এই দায়িত্ব নার্সরা পালন করে থাকেন ৷ এক্ষেত্রে কাদের এই দায়িত্ব দেওয়া হবে, তাও পরিষ্কার নয় ৷ সবচেয়ে বড় কথা এমনিতেই নার্সদের বেতন যথেষ্ট কম ৷ এক্ষেত্রে নতুন দায়িত্বের কথা যাদের বলা হচ্ছে তাদের বেতন কাঠামো কী হবে, সে বিষয়টিও জানা যায়নি ৷ তাই সবমিলিয়ে এ নিয়ে অন্ধকার থেকেই যাচ্ছে ৷"
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এদিন মন্ত্রিসভায় 324টি জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্টের পদ তৈরির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ৷ দীর্ঘদিন নার্সিংয়ের সঙ্গে যুক্ত থাকা নার্সদেরই এই দায়িত্ব দেওয়া হবে ৷
আরও পড়ুন: