ETV Bharat / bharat

বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা! দুর্ঘটনায় প্রাণ গেল 5 মহিলার, আহত 12 - ROAD ACCIDENT

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 7:49 PM IST

Updated : May 17, 2024, 8:39 PM IST

Rajasthan Road Accident: ফের পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল একাধিক জনের ৷ বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল পাঁচ মহিলার ৷ পাশাপাশি 12 জন যাত্রী আহত হয়েছেন ৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Rajasthan Road Accident
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

ভরতপুর, 17 মে: দ্রুত গতিতে আসছিল বাস ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি ৷ রাজস্থানের ভরতপুরের ভয়ঙ্কর ওই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ মহিলা ৷ পাশাপাশি আহত হয়েছেন আরও 12 জন যাত্রী ৷ শুক্রবার, আগ্রা-জয়পুর জাতীয় সড়কের হালাইনার কাছে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি উত্তপ্রদেশের আলিগড় থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ৷ দুর্ঘটনার পর আওয়াজ পেয়ে স্থানীয়রা সেখানে পৌঁছন ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় বাসে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করা হয় ৷ আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতাল ও আরবিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার পর থেকেই পলাতক বাসচালক ৷

স্থানীয় ডিএসপি ধর্মেন্দ্র কুমার জানান, হালাইনা বাসস্ট্যান্ডের কাছে উত্তর প্রদেশের দিক থেকে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশের একটি দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। তাতে 5 জন মহিলার মৃত্যু হয়েছে এবং 12 জন আহত হন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ভরতপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

মৃত চারজন মহিলা হালাইনা থানা এলাকার ৷ তাঁকের সকলেরই পরিচয় জানা গিয়েছে ৷ 12 জন আহতের মধ্যে রয়েছেন, নীতিজা, রামু, সন্তোষ, সূর্য প্রতাপ, রাজু, মোহিত, পাপ্পু, জিতেন্দ্র, সুমিত এবং তেজবীর। এছাড়াও রয়েছেন তিন বছরের একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে ৷ আহতরা সকলেই উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ৷

আরও পড়ুন:

  1. দিঘাগামী চারচাকার সঙ্গে বাসের সংঘর্ষে নিহত 4; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
  2. ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15
  3. যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ধাক্কা, মৃত 6 ও আহত 20

ভরতপুর, 17 মে: দ্রুত গতিতে আসছিল বাস ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি ৷ রাজস্থানের ভরতপুরের ভয়ঙ্কর ওই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ মহিলা ৷ পাশাপাশি আহত হয়েছেন আরও 12 জন যাত্রী ৷ শুক্রবার, আগ্রা-জয়পুর জাতীয় সড়কের হালাইনার কাছে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি উত্তপ্রদেশের আলিগড় থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ৷ দুর্ঘটনার পর আওয়াজ পেয়ে স্থানীয়রা সেখানে পৌঁছন ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় বাসে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করা হয় ৷ আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতাল ও আরবিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার পর থেকেই পলাতক বাসচালক ৷

স্থানীয় ডিএসপি ধর্মেন্দ্র কুমার জানান, হালাইনা বাসস্ট্যান্ডের কাছে উত্তর প্রদেশের দিক থেকে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশের একটি দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। তাতে 5 জন মহিলার মৃত্যু হয়েছে এবং 12 জন আহত হন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ভরতপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

মৃত চারজন মহিলা হালাইনা থানা এলাকার ৷ তাঁকের সকলেরই পরিচয় জানা গিয়েছে ৷ 12 জন আহতের মধ্যে রয়েছেন, নীতিজা, রামু, সন্তোষ, সূর্য প্রতাপ, রাজু, মোহিত, পাপ্পু, জিতেন্দ্র, সুমিত এবং তেজবীর। এছাড়াও রয়েছেন তিন বছরের একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে ৷ আহতরা সকলেই উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ৷

আরও পড়ুন:

  1. দিঘাগামী চারচাকার সঙ্গে বাসের সংঘর্ষে নিহত 4; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
  2. ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15
  3. যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ধাক্কা, মৃত 6 ও আহত 20
Last Updated : May 17, 2024, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.