ETV Bharat / state

36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 9:17 PM IST

Woman body recovered: দেহটি প্রাথমিকভাবে দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 15 ফেব্রুয়ারি: 36 তলা বিল্ডিংয়ের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান 36 তলা আবাসনের উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুমনা পাল ( 50)। যে 36 তলা আবাসনের নীচ থেকে তার দেহ উদ্ধার হয়েছে, সেখানেই তিনি থাকতেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায় হাউজিং কমপ্লেক্সে। এই বিষয় কলকাতা পুলিশের ডিসি (ইডি) ইটিভি ভারতকে বলেন, "36 তলা আবাসনের নীচ থেকে আমরা দেহটি উদ্ধার করেছি। এলাকার বাসিন্দারা প্রথমে দেহটি সেখানে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবশ্য শেষ রক্ষা হয়নি।"

যদিও দেহটি প্রাথমিকভাবে দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। কারণ উপর থেকে কাউকে ধাক্কা মেরে রাস্তায় ফেলা হলে যেভাবে সেটি পড়ে এক্ষেত্রে তা হয়নি। জানা গিয়েছে, ওই মৃত মহিলার স্বামীর নাম রুদ্রপ্রসাদ বিশ্বাস। কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই স্থানীয় আনন্দপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷

ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও। দেহ দেখে তাঁরাও প্রাথমিকভাবে মনে করছেন ওই মহিলা আত্মহত্যাই করেছেন। যদিও এই বিষয় লালবাজারের বক্তব্য, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এই বিষয় মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে লালবাজারের গোয়েন্দারা। পাশাপাশি, সংশ্লিষ্ট আবাসনের নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন

সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার

বদলে গেল মৃতদেহ, গাফিলতির অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ আত্মীয়দের

মালদা শহরের পর মোথাবাড়ি, যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.