ETV Bharat / state

মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জামিনে মুক্ত হয়ে হুঁশিয়ারি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের - BJP Leader Mampi Das

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 7:48 PM IST

Updated : May 18, 2024, 8:19 PM IST

BJP Leader Mampi Das: জামিন যোগ্য ধারায় দেওয়া নোটিশে জামিন নিতে গিয়ে জেল হেফাজতে চলে যান সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস ৷ শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁকে জামিন দেয় ৷ শনিবার তিনি জামিনে মুক্ত হলেন ৷ তার পর হুঁশিয়ারি দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না ৷

BJP Leader Mampi Das
মাম্পি দাস (নিজস্ব চিত্র)

মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জামিনে মুক্ত হয়ে হুঁশিয়ারি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের (ইটিভি ভারত)

কলকাতা, 18 মে: জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি ৷ শনিবার তিনি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বাইরে আসেন ৷ তাঁকে গতকাল শুক্রবার জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তার প্রায় 24 ঘণ্টা পর জেল থেকে বাইরে এলেন সন্দেশখালির এই বিজেপি নেত্রী ৷

আর বাইরে এসেই তোপ দাগলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ৷ বসিরহাটে এবার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেখাবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি ৷ পাশাপাশি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না ।’’

উল্লেখ্য, মাম্পির বিরুদ্ধে সন্দেশখালি থানায় এফআইআর দায়ের হয় । প্রথমে তাঁকে 9 মে সাক্ষী হিসাবে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় থানায় । সন্দেশখালির মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগে ওইদিনই পুলিশ মাম্পির বিরুদ্ধে 195-এ ধারায় নোটিশ দেয় । এরপর নিম্ন আদালতে আত্মসমর্পণ করার কথা বলে পুলিশ । গত 14 মে মাম্পি আত্মসমর্পণ করতে গেলে তাঁকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত ।

এই নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে৷ প্রশ্ন ওঠে, জামিন অযোগ্য ধারায় আদালতে জামিন নিতে গিয়ে কী করে গ্রেফতার হন কোনও অভিযুক্ত ? এই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টও ৷ শুক্রবার শুনানির সময় আদালতে এই নিয়ে তীব্র ভর্ৎসনা মুখে পড়ে রাজ্য পুলিশ ৷

এই ঘটনায় রাজ্য পুলিশ যে জামিন অযোগ্য ধারা যুক্ত করেছিল মাম্পির বিরুদ্ধে, তার উপর স্থগিতাদেশ দেয় আদালত ৷ জামিন দেওয়া হয় মাম্পিকে ৷ তবে মাম্পি হাইকোর্টে জামিনের আবেদন করেননি ৷ বরং এফআইআর খারিজের আবেদন করেন ৷ সেই মামলাতেই ব্যতিক্রম হিসাবে বিচারপতি নিজের ক্ষমতা প্রয়োগ করে মাম্পির জামিন মঞ্জুর করেন ।

শনিবার তাই জেলের বাইরে এসে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন মাম্পি ৷ একই সঙ্গে জানিয়ছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যাকে ‘নারীর নামে কলঙ্ক’ বলেও তিনি কটাক্ষ করেন ৷ এ দিন তাঁকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েকজন কর্মী ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী দাসকে জামিন, হাইকোর্টে ভর্ৎসনার মুখে পুলিশ
  2. জেলে হেনস্থা করা হচ্ছে, বিস্ফোরক পিয়ালি; হেফাজতে নিতে পারল না পুলিশ
  3. পুলিশের বিরুদ্ধে অভিযোগ ! হাইকোর্টে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা ও পিয়ালি
Last Updated : May 18, 2024, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.