মুরারই, 17 এপ্রিল: বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর-সহ নেতাদের রাম নবমীর মিছিলে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । বাধা পেয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পরেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । পরে রাস্তায় বসে পড়ে তাঁরা শুরু করেন বিক্ষোভ । অভিযোগ, মুরারই থানার ওসি ও বিডিও বিজেপি নেতাদের রাম মন্দিরে যেতে ও মিছিল করতে বাধা দেন ৷
গোটা রাজ্যের মতোই আজ বীরভূম জেলার দিকে দিকে রাম নবমীর মিছিল বেরোয় ৷ কোথাও তৃণমূল-কংগ্রেসের তরফে, কোথাও বিজেপির তরফে, আবার কোথাও যৌথভাবে মিছিল করতে দেখা গিয়েছে নেতাদের ৷ সেই মতো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর রাম নবমীর মিছিল করেন ৷ প্রাক্তন আইপিএস অফিসারকে হাতে তরোয়াল নিয়ে মিছিল করতে দেখা যায় ৷ অন্যান্য নেতাদের হাতেও অস্ত্র দেখা গিয়েছে ৷
অভিযোগ, বিজেপি প্রার্থী-সহ নেতা-কর্মীদের রাম মন্দিরে যেতে ও রাম নবমীর মিছিলে অংশ নিতে বাধা দেন মুরারই থানার পুলিশ ও বিডিও ৷ বাধা পেয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও অন্যান্যরা ৷ এরপরেই রাস্তায় বসে শুরু হয় অবস্থান বিক্ষোভ ৷ প্রশাসনের তরফে জানানো হয়, অশান্তি এড়াতে মুরারইয়ের মিছিলে অংশ নেওয়া যাবে না । তবে বাধা দেওয়া হল কেন, এই নিয়ে বিজেপি নেতৃত্ব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছে ৷
এ প্রসঙ্গে বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশি ধর বলেন, "কোন অধিকারে আমাদের রাম নবমীর মিছিলে যেতে মুরারই থানার ওসি ও বিডিও বাধা দিতে পারেন । সবারই অধিকার আছে রাম নবমী মিছিলে যাওয়ার ৷ আমাদের বাধা দেওয়ায় আমরা ওখানে বসেই অবরোধ করলাম ৷ তবে আমাদের কেন বাধা দেওয়া হল তার জন্য হাইকোর্টে পিটিশন করব ।"
আরও পড়ুন: