ETV Bharat / sports

খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, মৃত্যু টিটি প্লেয়ার অর্পিতা নন্দীর - খেলতে খেলতে মৃত্যু

TT Player Dies While Playing Match: খেলার মাঠে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তর 24 পরগনার ইছাপুর ৷ ম্যাচ চলাকালীনই মৃত্যু হল বাংলার টেবিল টেনিস প্লেয়ার অর্পিতা নন্দীর ৷

টেবিল টেনিস
TT Player Dies While Playing Match
author img

By ETV Bharat Bangla Team

Published : February 24, 2024 at 6:49 AM IST

Updated : February 24, 2024 at 9:24 AM IST

2 Min Read

ইছাপুর, 24 ফেব্রুয়ারি: ম্যাচের মাঝেই মৃত্যু বাংলার টিটি খেলোয়াড়ের। মর্মান্তিক ঘটনাটি উত্তর 24 পরগনার ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির অডিটোরিয়ামের। ম্যাচের মাঝেই মৃত্যু হয় বাংলার টেবিল টেনিস প্লেয়ার অর্পিতা নন্দী (32)। ইছাপুরে অর্ডিন্যান্স বোর্ডের টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার একটি ম্যাচের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাওড়ার ব্যাঁটরা অঞ্চলের বাসিন্দা হলেও চাকরিসূত্রে এদিন লখনউয়ের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অর্পিতা। সূত্রের খবর, শুক্রবার ম্যাচের দ্বিতীয় সেট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথম সেট খেলা শেষ হওয়ার পর তিনি হেঁটে যাচ্ছিলেন ৷ তখন হঠাৎই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় তাঁকে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর অর্পিতাকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অর্পিতার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য শনিবার তাঁর ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। অর্পিতার পরিবার বঙ্গ টিটি-তে চেনা মুখ। তাঁর দাদা অনির্বাণ নন্দীও টিটি প্লেয়ার। অর্পিতা অবশ্য সিনিয়র পর্যায়ে বাংলার হয়ে খেলেননি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার টেবিল টেনিসে। ঘটনার আকস্মিকতায় বাংলার টেবিল টেনিস জগত এতটাই বিহ্বল যে কীভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝতে পারনছে না। ফলে এই মৃত্যু সত্যিই পরিবারের কাছে আকাশ ভেঙে পড়ার সমান।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে নয়ডার কোতোয়ালি থানা এক্সপ্রেসওয়ে এলাকায় একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন এক খেলোয়াড়ের মৃত্য়ু হয় ৷ যদিও তিনি পেশায় ইঞ্জিনিয়ার হলেও তিনি ক্রিকেট প্লেয়ারও ছিলেন ৷ মৃতের নাম ছিল বিকাশ নেগি ৷ বয়স আনুমানিক 36 বছর বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন:

  1. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের বিরুদ্ধে এফআইআর
  2. পরলোকে লাল-হলুদের স্বর্ণযুগের লেফটব্যাক, ময়দানে শোকের ছায়া
  3. পুলিশকর্মীকে পিটিয়ে 'হত্যা', অভিযুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবাডি খেলোয়াড়

ইছাপুর, 24 ফেব্রুয়ারি: ম্যাচের মাঝেই মৃত্যু বাংলার টিটি খেলোয়াড়ের। মর্মান্তিক ঘটনাটি উত্তর 24 পরগনার ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির অডিটোরিয়ামের। ম্যাচের মাঝেই মৃত্যু হয় বাংলার টেবিল টেনিস প্লেয়ার অর্পিতা নন্দী (32)। ইছাপুরে অর্ডিন্যান্স বোর্ডের টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার একটি ম্যাচের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাওড়ার ব্যাঁটরা অঞ্চলের বাসিন্দা হলেও চাকরিসূত্রে এদিন লখনউয়ের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অর্পিতা। সূত্রের খবর, শুক্রবার ম্যাচের দ্বিতীয় সেট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথম সেট খেলা শেষ হওয়ার পর তিনি হেঁটে যাচ্ছিলেন ৷ তখন হঠাৎই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় তাঁকে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর অর্পিতাকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অর্পিতার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য শনিবার তাঁর ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। অর্পিতার পরিবার বঙ্গ টিটি-তে চেনা মুখ। তাঁর দাদা অনির্বাণ নন্দীও টিটি প্লেয়ার। অর্পিতা অবশ্য সিনিয়র পর্যায়ে বাংলার হয়ে খেলেননি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার টেবিল টেনিসে। ঘটনার আকস্মিকতায় বাংলার টেবিল টেনিস জগত এতটাই বিহ্বল যে কীভাবে এই ঘটনা ঘটল তা কেউ বুঝতে পারনছে না। ফলে এই মৃত্যু সত্যিই পরিবারের কাছে আকাশ ভেঙে পড়ার সমান।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে নয়ডার কোতোয়ালি থানা এক্সপ্রেসওয়ে এলাকায় একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন এক খেলোয়াড়ের মৃত্য়ু হয় ৷ যদিও তিনি পেশায় ইঞ্জিনিয়ার হলেও তিনি ক্রিকেট প্লেয়ারও ছিলেন ৷ মৃতের নাম ছিল বিকাশ নেগি ৷ বয়স আনুমানিক 36 বছর বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন:

  1. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের বিরুদ্ধে এফআইআর
  2. পরলোকে লাল-হলুদের স্বর্ণযুগের লেফটব্যাক, ময়দানে শোকের ছায়া
  3. পুলিশকর্মীকে পিটিয়ে 'হত্যা', অভিযুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবাডি খেলোয়াড়
Last Updated : February 24, 2024 at 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.