ETV Bharat / sports

চিপকের গ্যালারিতে সস্ত্রীক বাদশা, নাইটদের তাতাচ্ছেন কিং খান - Shah Rukh in IPL Final

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 8:24 PM IST

SRH vs KKR in IPL Final: হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সুস্থ হতেই দলকে তাতাতে মাঠে নেমেছেন শাহরুখ খান ৷ সমর্থকদের অনেকেই মনে করেন, তিনি মাঠে থাকলে ভাগ্যদেবী থাকেন কলকাতার পক্ষেই।

IPL 2024
শাহরুখ খান (আইপিএল এক্স হ্যান্ডেল)

চেন্নাই, 26 মে: অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন ৷ সুস্থ হয়েই ফের দলকে তাতাতে চেন্নাইয়ে উপস্থিত বাদশা ৷ 2014 সালের পর আইপিএল ট্রফির স্বাদ পায়নি দু’বারের ট্রফিজয়ীরা ৷ কলকাতা নাইট রাইডার্সের 10 বছরের ট্রফি খরা কাটাতে দলের হয়ে গলা ফাটাচ্ছেন শাহরুখ খান ৷ রবিবাসরীয় সন্ধ্যায় চিপকে ফাইনাল খেলতে নেমেছে পার্পল ব্রিগেড ৷ আর মেরিনা বিচের তীরে গ্যালারি মেতেছে 'ঝুমে জো পাঠান' গানে ৷

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারের পর ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন কিং খান ৷ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাদশা ৷ শাহরুখের একদা নায়িকা, দলের সহযোগী মালকিন জুহি চাওলা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে বাদশার ‘ঝলক’ পাওয়া যাবে ৷ সেই মতো হাজির হলেন এসআরকে।

আরও পড়ুন

2021 সালেও ফাইনালে পৌঁছেছিল কেকেআর ৷ যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল ‘ইয়ন মর্গান অ্যান্ড কোং’কে ৷ ওই ম্যাচের একাদশের 4 খেলোয়াড় এবছরও নাইটদের জার্সিতে মাঠে নেমেছেন ৷ স্বপ্নের ছন্দে রয়েছেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ৷ ভরসা দিচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানাও ৷ এবছর মানসিকভাবেও এগিয়ে আছে নাইটরা ৷ এবার বাদশার দল রয়েছে আগুনে মেজাজে ৷

সমর্থকদের বিশ্বাস শাহরুখ মাঠে থাকলে সাধারণত কেকেআর হারে না। পরিসংখ্যানও সে কথাই বলছে। তাই দলের ক্রিকেটারেরাও চান শাহরুখ গ্যালারিতে থাকুন । আজ জিতলে তিন নম্বর আইপিএল ট্রফিতে নাম লেখাবে কেকেআর ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আইপিএল ট্রফি জিতেছে পাঁচবার ৷ হায়দরাবাদের 'সূর্য ডোবাতে' পারলে ট্রফিজয়ের তালিকায় দু'নম্বরে পৌঁছবে নাইটরা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.