ETV Bharat / sports

পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন এমবাপে, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ - Kylian Mbappe

author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 1:27 PM IST

Kylian Mbappe will Leave PSG: সাতবছর পর নিজের ঠিকানা বদল করতে চলেছেন তরুণ ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ৷ প্যারিস সাঁ জা’র হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছেন তিনি ৷ তবে, পরবর্তী গন্তব্য কোথায় ? তা জানাননি ফরাসি তারকা ৷

ETV BHARAT
পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন কিলিয়ান এমবাপে ৷ (ছবি- কিলিয়ান এমবাপে এক্স হ্যান্ডেল)

প্যারিস, 11 মে: লিগ ওয়ানের ক্লাব প্যারিস সাঁ জা’র সঙ্গে সাতবছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে কিলিয়ান এমবাপের ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় এখবর নিশ্চিত করেছেন স্বয়ং ফরাসি ফুটবল তারকা ৷ রবিবার ঘরের মাঠে টুলুজের বিরুদ্ধে পিএসজি-র জার্সিতে শেষবার নামবেন এমবাপে ৷ এই আবেগপ্রবণ মুহূর্তে এমবাপে জানিয়েছেন, "আমি কখনও ভাবিনি নিজের দেশ ছেড়ে যাওয়া এতটা কঠিন হতে পারে !" তবে, সাতবছর পর এই নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত বলে জানান ৷

তবে, কোথায় যাচ্ছেন 2018 বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ? সে নিয়ে কোনও খোলসা করেননি কিলিয়ান ৷ তবে, শোনা যাচ্ছে আগামী মরশুমে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামবেন ৷ এদিন এমবাপে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে তিনি বলেন, "এটা সেই ক্লাব যাকে আমি সারাজীবন নিজের স্মৃতিতে সুন্দর করে সাজিয়ে রাখব ৷ আমি সবাইকে বলব, যে আমি সুযোগ পেয়েছিলাম এই ক্লাবের হয়ে খেলার ৷ আপনারা সারাজীবন আমার হৃদয়ে থাকবেন ৷"

সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস স্পোর্টস ডেইলিকে উল্লেখ করে জানিয়েছে, এই ভিডিয়ো বার্তার পরেই এমবাপে পিএসজি আলট্রাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ সেখানে পিএসজি আলট্রা কর্তৃপক্ষের সঙ্গে নৈশ্যভোজে যোগ দিয়েছিলেন তিনি ৷ ফরাসি তারকাকে প্র্যাক ডেজ প্রিন্সে রবিবার রাতে কীভাবে সংবর্ধনা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ যদিও, শোনা গিয়েছিল এমবাপে পিএসজি কর্তৃপক্ষের তরফে বিদায়ী সংবর্ধনা নিতে অস্বীকার করেছিলেন এমবাপে ৷

2017 সালে মোনাকো থেকে 180 মিলিয়ন ইউরোর চুক্তিতে পিএসজি-তে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে ৷ 2021 সালে এমবাপেকে 180 মিলিয়ন ট্রান্সফার মানি দিয়ে কিনতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ ৷ কিন্তু, সেই সময় এমবাপে 2 বছরের জন্য চুক্তি করে পিএসজি-র সঙ্গে ৷ তবে, গতবছর থেকে লিগ ওয়ানের ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় এমবাপের ৷ সেখান থেকেই নিজেকে গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন তিনি ৷ এমনকি চুক্তি পুনর্নবিকরণ করাতে চাননি 2022 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ৷ শোনা যাচ্ছে এবার ফরাসি তারকার পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদে ৷

আরও পড়ুন:

  1. শুভমন-সুদর্শনের জোড়া শতরানে জয় টাইটান্সের, 35 রানে হেরে চাপে ইয়েলো ব্রিগেড
  2. 'ঈশ্বর চান আমি অন্য কোথাও 90 মিটার ছুঁই', প্যারিস অলিম্পিক্সই লক্ষ্য দোহায় দ্বিতীয় নীরজের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.