ETV Bharat / sports

নন্দর গোলে প্রথমবার চেন্নাইয়িন বধ, শেষ ছয়ের আশা বেঁচে রইল ইস্টবেঙ্গলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

ISL 2023-24: প্রথমার্ধে যে ইস্টবেঙ্গলকে নিষ্প্রভ দেখাচ্ছিল তারাই পরে হয় আক্রমণাত্মক । যার সামনে চেন্নাইয়িন কাঁপতে থাকে । 65 মিনিটে ভাসকুয়েজের সেন্টার থেকে নন্দকুমারের গোল সেই ক্রমাগত আক্রমণের ফসল ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি: নন্দকুমারের শট বিকাশের পায়ে লেগে জালে জড়াতেই গ্যালারিতে ড্রাম বাজানো শুরু করলেন লাল হলুদ সমর্থকরা । আইএসএলের প্রথম ছয়ে প্রবেশের আশা অঙ্কে এখনও টিকে রয়েছে । চেন্নাইয়িন এফসিকে 1-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল এখন ফের আটে । 18 পয়েন্ট নিয়ে প্রথম ছয়ের বৃত্তে ঢুকতে জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে ।

সুপার কাপ জয়ের পর ইস্টবেঙ্গল এখন ধারাবাহিকতার অভাবে ভুগছে । কয়েক সপ্তাহ আগেও কার্লেস কুয়াদ্রাতের দলের খেলায় যে দাপট আগ্রাসন দেখা যেত এখন তা নিয়ভিতভাবে দেখা যায় না । চোট আঘাত ফুটবলার পরিবর্তনের ধাক্কা সরিয়ে গড়ে তোলার কাজটা সবসময় কঠিন । সময়সাপেক্ষ । চেন্নাইয়িনের বিরুদ্ধে আইএসএলে প্রথমবার জয় পেল ইস্টবেঙ্গল । প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হয়নি পুরো পয়েন্ট নিয়ে কুয়াদ্রাত মাঠ ছাড়তে পারবেন । নন্দকুমার এবং ফেলিসিও ব্রাউনের সুযোগ নষ্ট ছাড়া পুরোটাই চেন্নাইয়িনের দখলে ।

বিরতিতে কুয়াদ্রাত তিন বদল করলেন । আলেকজান্ডার পন্টিচ আসেন রাকিপের বদলে । নিশু কুমারের বদলে মন্দার রাও এবং ব্রাউনের বদলে পিভি বিষ্ণু নামতেই জ্বলল মশাল । বিশেষ করে পিভি বিষ্ণু খেলার মোড় ঘোরালেন । কলকাতা লিগের দল থেকে যে ক'জন ফুটবলারকে সিনিয়র দলে কুয়াদ্রাত নিয়েছেন তাদের মধ্যে পিভি বিষ্ণু উজ্জ্বলতম । স্বল্প সুযোগে তরুণ উইংগার চেন্নাইয়িন রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেললেন ।

প্রথমার্ধে যে ইস্টবেঙ্গলকে নিষ্প্রভ দেখাচ্ছিল তারাই অনেক আক্রমণাত্মক । যার সামনে চেন্নাইয়িন কাঁপতে থাকে । 65 মিনিটে ভাসকুয়েজের সেন্টার থেকে নন্দকুমারের গোল সেই ক্রমাগত আক্রমণের ফসল । তারপরেও আরও একটি গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল । কিন্তু গোল করতে ব্যর্থ ক্লেটন সিলভা । ব্রাজিলিয়ান স্ট্রাইকার বারবার নিচে নেমে আসছিলেন । ফলে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজটা কমে গিয়েছিল । তবুও লাল হলুদ সমর্থকরা আশায় বুক বেঁধে বাড়ি ফিরলেন । কারণ নন্দ গোলে ছয়ের আশা বেঁচে রইল । বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । ওই ম্যাচে কার্ড সমস্যায় থাকবেন না হিজাজি মাহের । জয়ের অভ্যাস বজায় রাখার চেষ্টার সঙ্গে কুয়াদ্রাতকে ফের চিন্তায় পড়তে হবে । শুধু হিজাজি মাহের নন, পরপর দুটো ম্যাচে হলুদ কার্ড দেখায় ওড়িশা ম্যাচে ডাগ আউটে থাকবেন না কোচ কুয়াদ্রাত নিজেও । জোড়া ধাক্কা সামলে কলিঙ্গ জয়ের লক্ষ্যে নামতে হবে ইস্টবেঙ্গলকে ।

আরও পড়ুন :

  1. ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কুয়াদ্রাত
  2. কলিঙ্গ জয়ের সঙ্গে শীর্ষে ওঠার কাজটা সারতে চান হাবাস
  3. নিংড়ে দেওয়ার আশ্বাস পন্টিচের, প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.