ETV Bharat / politics

রাজনাথের নেতৃত্বে বিজেপির 27 জনের ইস্তাহার কমিটির ঘোষণা, নেই বাংলার কোনও নেতা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 8:42 PM IST

Lok Sabha Election 2024: বিজেপি 27 জন সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে, যারা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তাহার কমিটির অংশ হবেন । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে । বাংলার কেউ নেই কমিটিতে ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

নয়াদিল্লি, 31 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য ইস্তাহার কমিটি ঘোষণা করল বিজেপি ৷ 27 জনের এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা রাজনাথ সিং ৷ তাঁকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে ৷ কমিটির কো-অর্ডিনেটর করা হয়েছে নির্মলা সীতারমনকে ৷ সহ-আহ্বায়ক করা হয়েছে পীযূষ গোয়েলকে ৷

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের মতো বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাখা হয়েছে এই কমিটিতে ৷ এছাড়া শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, স্মৃতি ইরানির মতো বিজেপির গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা রয়েছেন ওই কমিটিতে ৷ তাছাড়া রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, অর্জুন মুন্ডা, অর্জুন রাম মেঘওয়াল, রাজীব চন্দ্রশেখররাও ৷

2019 সালের লোকসভা নির্বাচনেও বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান ছিলেন রাজনাথ সিং ৷ তাছাড়া অন্য অনেক সদস্যকে এবারও ইস্তাহার কমিটিতে রাখা হয়েছে ৷ তবে এবার কমিটি থেকে বিজেপির বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ বাদ পড়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তবে এই কমিটিতে না থাকা নেতাদের অন্য সাংগঠনিক কাজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিজেপির তরফ থেকে ৷

Lok Sabha Election 2024
বিজেপির 27 জনের ইস্তাহার কমিটি

বিহারের নেতা সুশীল কুমার মোদি ও রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম, বিনোদ তাওড়ে, রাধা মোহন দাস আগরওয়াল, মনজিন্দর সিং সিরসা, তারিক মনসুর এবং অনিল অ্যান্টনির মতো নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে । হরিয়ানা বিজেপির প্রাক্তন সভাপতি ওপি ধনকড়ও রয়েছেন কমিটিতে৷ তবে কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও নেতার জায়গা হয়নি ৷

গতমাসে বিজেপি একটি প্রচার অভিযান শুরু করেছিল ৷ যার নাম ছিল - বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি ৷ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ওই কর্মসূচির সূচনা করেছিলেন ৷ ওই কর্মসূচির মাধ্যমে সারা দেশ থেকে মানুষের পরামর্শ নেওয়া হয়েছে ৷ ইস্তাহার তৈরির সময় সেই পরামর্শগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে ৷

গত কয়েক দশকের মধ্যে এই প্রথম যে বিজেপির কিছু মূল আদর্শগত প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ নাও থাকতে পারে ৷ কারণ, রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে ৷ সংবিধানের 370 ধারাও বাতিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ ফলে এবার নতুন কী কী থাকতে পারে, সেই নিয়েই কৌতূহল তৈরি হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিজেপির দক্ষিণী সমীকরণ ! লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জোট-যুদ্ধ-অঙ্ক
  2. সাংঘাতিক অনুভূতি, অনেক সাহস পেলাম ! মোদির ফোনে আপ্লুত রাজবধূ অমৃতা
  3. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা

নয়াদিল্লি, 31 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য ইস্তাহার কমিটি ঘোষণা করল বিজেপি ৷ 27 জনের এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা রাজনাথ সিং ৷ তাঁকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে ৷ কমিটির কো-অর্ডিনেটর করা হয়েছে নির্মলা সীতারমনকে ৷ সহ-আহ্বায়ক করা হয়েছে পীযূষ গোয়েলকে ৷

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের মতো বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাখা হয়েছে এই কমিটিতে ৷ এছাড়া শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, স্মৃতি ইরানির মতো বিজেপির গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা রয়েছেন ওই কমিটিতে ৷ তাছাড়া রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, অর্জুন মুন্ডা, অর্জুন রাম মেঘওয়াল, রাজীব চন্দ্রশেখররাও ৷

2019 সালের লোকসভা নির্বাচনেও বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান ছিলেন রাজনাথ সিং ৷ তাছাড়া অন্য অনেক সদস্যকে এবারও ইস্তাহার কমিটিতে রাখা হয়েছে ৷ তবে এবার কমিটি থেকে বিজেপির বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ বাদ পড়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তবে এই কমিটিতে না থাকা নেতাদের অন্য সাংগঠনিক কাজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিজেপির তরফ থেকে ৷

Lok Sabha Election 2024
বিজেপির 27 জনের ইস্তাহার কমিটি

বিহারের নেতা সুশীল কুমার মোদি ও রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম, বিনোদ তাওড়ে, রাধা মোহন দাস আগরওয়াল, মনজিন্দর সিং সিরসা, তারিক মনসুর এবং অনিল অ্যান্টনির মতো নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে । হরিয়ানা বিজেপির প্রাক্তন সভাপতি ওপি ধনকড়ও রয়েছেন কমিটিতে৷ তবে কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও নেতার জায়গা হয়নি ৷

গতমাসে বিজেপি একটি প্রচার অভিযান শুরু করেছিল ৷ যার নাম ছিল - বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি ৷ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ওই কর্মসূচির সূচনা করেছিলেন ৷ ওই কর্মসূচির মাধ্যমে সারা দেশ থেকে মানুষের পরামর্শ নেওয়া হয়েছে ৷ ইস্তাহার তৈরির সময় সেই পরামর্শগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে ৷

গত কয়েক দশকের মধ্যে এই প্রথম যে বিজেপির কিছু মূল আদর্শগত প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ নাও থাকতে পারে ৷ কারণ, রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে ৷ সংবিধানের 370 ধারাও বাতিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ ফলে এবার নতুন কী কী থাকতে পারে, সেই নিয়েই কৌতূহল তৈরি হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিজেপির দক্ষিণী সমীকরণ ! লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জোট-যুদ্ধ-অঙ্ক
  2. সাংঘাতিক অনুভূতি, অনেক সাহস পেলাম ! মোদির ফোনে আপ্লুত রাজবধূ অমৃতা
  3. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.