ETV Bharat / state

সাংঘাতিক অনুভূতি, অনেক সাহস পেলাম ! মোদির ফোনে আপ্লুত রাজবধূ অমৃতা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 8:06 PM IST

Amrita Roy elated over PM Modi's phone call: উনার মত একজন মানুষ আমাকে ফোন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আনন্দে আপ্লুত নদীয়ার কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায়।

ETV BHARAT
ETV BHARAT

মোদির ফোনে আপ্লুত রাজবধূ অমৃতা

কৃষ্ণনগর, 27 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আপ্লুত নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায় । সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আজ বলেন, "সাংঘাতিক অনুভূতি, ওঁর মতো একজন মানুষ আমাকে ফোন করায় ভিতরে অনেক সাহস পেলাম ৷"

দীর্ঘ জল্পনার পর কৃষ্ণনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোট লড়ার জন্য বিজেপি প্রার্থী করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে । ইতিমধ্যেই রাজবাড়ি থেকে দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলে প্রচার অভিযান শুরু করেছেন তিনি । বিভিন্ন জায়গায় নিজের হাতেই দেওয়াল লিখেছেন । রাজবধূ যখন বিভিন্ন মণ্ডলে কর্মীদের নিয়ে দলীয় বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই তাঁর কাছে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন । বেশ কয়েক মিনিট কথা হয় তাঁদের ৷

এ বিষয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায় জানান, "সে এক সাংঘাতিক অনুভূতি । এইরকম একজন মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পেরে আমি আপ্লুত । আমার রাজনৈতিক জীবনে অনেক বড় সাহস পেলাম ।" তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি প্রথমেই আমার শরীরের দিকে নজর রাখতে বলেন । পাশাপাশি রাজনীতির অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবেন বলেছেন ।"

প্রধানমন্ত্রীই তাঁর অনুপ্রেরণা, মোদিকে এ কথা বলায় রাজবধূর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "ব্যক্তিগতভাবে আমি কিছুই নযই । সাধারণ মানুষের আশীর্বাদ পাওয়াটাই বড় কথা । আর সেটা করে যেতে হবে ।" অমৃতা রায় বলেছেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা অক্ষরে অক্ষরে পালন করবেন । তাঁর প্রতিশ্রুতি, "সাধারণ মানুষের উন্নয়নে যাতে নিজেকে সব সময় উজাড় করে দিতে পারি সেই চেষ্টাই করব । গরিব মানুষদের পাশে দাঁড়াব ৷" তাঁর দাবি, প্রধানমন্ত্রী ফোনে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে ইডি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হওয়া প্রায় 3 হাজার কোটি টাকা যাঁরা দিয়েছিলেন, তাঁদের তা ফেরানোর ব্যবস্থা করবেন ৷

আরও পড়ুন:

  1. ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন
  2. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  3. রাস্তা-জল-আলো সবই আছে বারাসতে! কী বলছে কাকলি ঘোষ দস্তিদারের রিপোর্ট ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.