ETV Bharat / politics

ভোটে লড়ার টাকা নেই, টিকিট ফিরিয়ে দিলেন পুরীর কংগ্রেস প্রার্থী - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 7:32 PM IST

Congress Candidate Sucharita Mohanty
কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি(ইটিভি ভারত)

Congress Candidate Returned Ticket: ভোটে লড়াইয়ের জন্য কোনও রকম অর্থ সাহায্য করছে না দল ৷ অবশেষে টিকিট ফিরিয়ে দিলেন পুরী লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি ৷

ভুবনেশ্বর, 4 মে: ভোটে লড়াইয়ের জন্য পর্যাপ্ত অর্থ নেই ৷ অবশেষে টিকিট ফিরিয়ে দিলেন পুরী লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি ৷ ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালকে পুরো বিষয়টি জানিয়ে একটি মেল পাঠিয়েছেন তিনি ৷ ইমেলে তিনি লিখেছেন, "পুরী লোকসভা কেন্দ্রে আমাদের প্রচারাভিযান কঠোরভাবে ব্যাহত হয়েছে ৷ কারণ দল আমাকে নির্বাচনী প্রচারের জন্য অর্থ সাহায্য করতে অস্বীকার করেছে। ওড়িশায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় কুমার আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার নিজের টাকা খরচ করে ভোটে লড়তে হবে আমাকে ৷"

সাংবাদিকতা ছেড়ে 10 বছর আগে রাজনীতিতে যোগ দেন সুচরিতা ৷ সদস্য হন দেশের সব থেকে পুরনো দল কংগ্রেসে ৷ তাঁর কথায়, "পুরীর প্রচারের জন্য আমার কাছে যা কিছু ছিল সব উজার করে দিয়েছি ৷ এমনকি একজন প্রগতিশীল রাজনীতিক হিসেবে প্রচারের জন্য ওড়িশাবাসীর কাছে সাহায্যও চেয়েছি ৷ কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি ৷"

তিনি আরও বলেন, "প্রচারের জন্য দল আমাকে টাকা দিতে না পারায় টিকিট ফেরত দিয়েছি । তবে আমার এই সিদ্ধান্তের আরও একটি কারণ রয়েছে ৷ 7 টি বিধানসভা কেন্দ্রের কয়েকটি আসনে বিজয়ী প্রার্থীদের টিকিট দেওয়া হয়নি। তার বদলে কিছু দুর্বল প্রার্থী টিকিট পেয়েছেন । এভাবে প্রতিদ্বন্দ্বিতা করা আমার পক্ষে সম্ভব নয় ৷" উল্লেখ্য, ওড়িশায় লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভার ভোটও হচ্ছে।

আগামী 25 মে পুরীতে নির্বাচন হতে চলেছে ৷ এই আবহে সুচরিতার এমন সিদ্ধান্তে ভোটবাক্সে বিরুপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ ৷ তবে অজয় বলেন, "মোহান্তির দাবি তাঁকে প্রচারের জন্য কোনও তহবিল সরবরাহ করা হয়নি এবং দুর্বল বিধায়ক প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছে । কিন্তু বিধায়ক আসনগুলিতে সেরাদেরকেই প্রার্থী করেছে দল ৷ শুধু তাই নয় মনোনীত প্রার্থীরা যখন গুরুত্ব দিয়ে প্রচার শুরু তখন তাঁদেরকে তহবিল সরবরাহ করা হবে ।" প্রাক্তন কংগ্রেস সাংসদ ব্রজমোহন মোহান্তির মেয়ে সুচরিতাকেই পুরী লোকসভা আসনে প্রার্থী করে দল ৷ এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং বিজেডি প্রার্থী মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার অরূপ পট্টনায়েক ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.